Saturday, May 17, 2025

কলকাতায় সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ডুয়ার্সে ফিরতেই তৃণমূলের তরফে সংবর্ধনা দেওয়া হল জন বার্লাকে (John Barla)। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো-সহ প্রচুর মানুষের উপস্থিতিতে সংবর্ধনা (felicitation) পেয়ে আপ্লুত বার্লা।

জন বার্লা জানান, “বিজেপিতে থেকে দেখেছি কেন্দ্র থেকে শুধুই কাগজে কলমে মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বলা হয়েছে কিন্তু আদতে কোনও কিছুই হয়নি। সাধারণ মানুষ একটা সুবিধাও পায়নি। না পাওয়া যায় মুদ্রা লোন না পাওয়া যায় কেন্দ্রের ঘোষণা করা চা বাগান শ্রমিকদের জন্য সুবিধা। যেখানে ডাবল ইঞ্জিন সরকার সেখানেই শুধুমাত্র নজর বিজেপির, বিজেপি তাদের প্রচারে বলে “সবকা সাথ সবকা বিকাশ” তাহলে কেন যে রাজ্যে বিজেপি নেই সেই রাজ্যকে সঠিক সুবিধা দেবে না কেন্দ্র! অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাজ করছেন চা বাগান শ্রমিক থেকে শুরু করে আদিবাসী, নেপালি সমস্ত মানুষের জন্য। একেবারে তৃণমূল স্তরে কেন্দ্রীয় সাহায্য না মিললেও রাজ্য সরকার কিন্তু তাদের পাশে রয়েছে আর সেগুলো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। দিদি আমাকে সুযোগ দিয়েছেন মানুষের পাশে থাকবার আমি সেই কাজই করব।”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আগে কেন্দ্রকে নোটিশ পাঠাক। কেন চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কেন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। তারপর আমাকে নোটিশ পাঠাক। জেলে যেতে আমি ভয় পাই না, সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে জেলে যেতে হলে জেলেই যাব।” এদিন ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার পথে প্রথমেই মালবাজারের বাড়ি এলাকায় তাকে সম্বর্ধনা জানানো হয়। এরপর বাগড়াকোড গ্রাম পঞ্চায়েতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাকে সংবর্ধনা দেন।

Related articles

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...
Exit mobile version