Wednesday, November 12, 2025

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

Date:

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ ভবনের সামনেই পোস্টার সাঁটিয়ে নীতিকথা গল্প বলার নামে পোস্টার হাতে ছাত্র-ছাত্রীদের (Student) অবস্থানের সামনে চেয়ারে বসালেন বিক্ষোভকারীরা। ঘটনায় নিন্দা সব মহলে। শুধু তাই নয়, পরে তাদের দিয়ে মিছিলও করানো হয়। ঘটনায় নিন্দা সব মহলে।

গত ৭ তারিখ থেকে বিকাশ ভবনের (Bikash Bhaban) সামনে অবস্থান করছেন ২০১৬-র SSC-র শিক্ষকশিক্ষিকারা। ১৫ মে বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখায় পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করতে বাধ্য হয়। তার পর থেকেও ফের অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

এদিন নিজের আন্দোলনে ক্ষুদে পড়ুয়াদের (Student) সামিল করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে পোস্টার সেঁটে গল্প বলার আসরের নামে ছাত্র-ছাত্রীদের হাতে পোস্টার দিয়ে বসিয়ে দেন তাঁরা। দশের লাঠি একের বোঝা-সহ বিভিন্ন নীতি কথার গল্পের ছলে নিজেদের আন্দোলনের সমর্থনের বার্তা ঘুরিয়ে দেন শিক্ষক-শিক্ষিকারা। এর পর রীতিমতো নিজেদের দাবি খুদে পড়ুয়াদের মুখে বসিয়ে স্লোগান দেওয়ান তাঁরা। আবার, সেই কাজের জন্য তাদের চকোলেট-পেনও দেওয়া হয়।
আরও খবরনামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

দেশের শীর্ষ আদালত জানিয়েছিল কোনও আন্দোলনে সামিল করা যাবে না নাবালক-নাবালিকাদের। এমনকী ভোটের প্রচারের শিশু বা স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না। তার পরেও এই ধরনের বিক্ষোভ সমাবেশে প্ল্যাকার্ড, পোস্টার হাতে সামিল করা হল তা নিয়ে নিন্দা বিভিন্ন মহলে।

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version