Tuesday, June 24, 2025

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

Date:

Share post:

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি আছে, তবে রোদের দাপট প্রায় নেই বললেই চলে। এর মাঝেই আগামী সপ্তাহ জুড়ে আবহাওয়ার বড় বদল নিয়ে আপডেট দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। একদিকে মৌসুমী বায়ু, অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্ত ৷ জোড়া ফলায় সোমবার থেকেই বৃষ্টি বাড়বে জেলায় জেলায়।

রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta) জানিয়েছেন, “দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও খানিকটা এগিয়ে এসেছে । নির্ধারিত সময়ের আগে ,১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকেছিল মৌসুমী বায়ু । ইতিমধ্যে সেটি নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশেও ছড়িয়ে পড়েছে। আগামী কয়েকদিনে মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।” দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে ৷ তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে না এখনই। ঝড়বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবাসরীয় মহানগরীতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

spot_img

Related articles

ঋষভের নয়া রেকর্ড, জয়ের অপেক্ষায় ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড গড়লেন ঋষভ পন্থ(Rishabh Pant)। সেইসঙ্গে ভারতের বড় রানের রাস্তাটাও তৈরি হল তাঁর পথ ধরেই।...

প্রত্যাঘাত! কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

প্রত্যাঘাত। ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন হামলার পাল্টা কাতারে আমেরিকার (America) আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান...

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাঁহাতি স্পিনার দিলীপ দোশি

ভারতের ক্রীড়া আকাশে ফের একটা নক্ষত্র পতন। প্রয়াত প্রাক্তন ভারতীয় বাঁহাতি স্পিনার দিলীপ দোশি (Dilip Doshi)। মৃত্যুকালে তাঁর...

রবার্ট ক্লাইভের ‘ক্লাইভ হাউস’ সংস্কারের দাবিতে জনস্বার্থ মামলা, হস্তক্ষেপ চাইলেন আইনজীবীরা

ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও অবহেলিত রয়ে গেছে রবার্ট ক্লাইভের বাসভবন ‘ক্লাইভ হাউস’। এবার সেই জরাজীর্ণ ভবনের সংস্কারের দাবিতে...