Wednesday, November 12, 2025

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

Date:

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি আছে, তবে রোদের দাপট প্রায় নেই বললেই চলে। এর মাঝেই আগামী সপ্তাহ জুড়ে আবহাওয়ার বড় বদল নিয়ে আপডেট দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। একদিকে মৌসুমী বায়ু, অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্ত ৷ জোড়া ফলায় সোমবার থেকেই বৃষ্টি বাড়বে জেলায় জেলায়।

রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta) জানিয়েছেন, “দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও খানিকটা এগিয়ে এসেছে । নির্ধারিত সময়ের আগে ,১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকেছিল মৌসুমী বায়ু । ইতিমধ্যে সেটি নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশেও ছড়িয়ে পড়েছে। আগামী কয়েকদিনে মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে মৌসুমি বায়ু।” দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে ৷ তবে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে না এখনই। ঝড়বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুপুরের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবাসরীয় মহানগরীতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version