Sunday, May 18, 2025

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। কারোর মুখে জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) নাম তো কারোর মুখে আবার শুভমন গিলের(Shubman Gill) নাম। যদিও কয়েকদিন আগে শুভমন গিলের নামই সবচেয়ে বেশি উঠে এসেছিল। শোনাযাচ্ছে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) পছন্দের তালিকাতেও নাকি এগিয়ে রয়েছেন শুভমন গিলই। এবার সেই সিদ্ধান্তকেই সমর্থণ জানালেন আরেক কিংবদন্তী সুনীল গাভাসকর(Sunil Gavaskar)।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে গুজরাট টাইটন্স(GT)। শুভমন গিলের নেতৃত্বে এই মুহূর্তে আইপিএলের(IPL) শীর্ষস্থানে রয়ছে গুজরাট টাইটান্স(GT)। শুভমন গিলের(Shubman Gill) এই পারফরম্যান্সটাই সুনীল গাভাসকরকে মুগ্ধ করছে। যেভাবে তিনি গুজরাটকে এগিয়ে নিয়ে চলছেন তার প্রশংশাই বারবার উঠে আসছে সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) কথায়। আসন্ন ইংল্যান্ড সফরের আগে তিনিও শুভমন গিলকেই ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসাবে দেখছেন।

সুনীল গাভাসকরের মতে শুধুমাত্র ব্যাটার হিসাবেই শুভমন গিল ভাল পারফরম্যান্স করছেন না। তাঁর দলের বাকি ব্যাটারদেরও তিনি নানানরকম ভাবে সাহায্য করছেন। এছাড়া শুভমন গিল যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেটাও প্রাক্তন এই কিংবদন্তীকে আপ্লুত করছে। এমন সমস্ত কিছু দেখার পর থেকেই শুভমন গিলকে ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়ক হিসাবে দেখতে চাইছেন সুনীল গাভাসকর।

আগামী কয়েকদিনের মধ্যেই ভারতীয় দলের টেস্ট অধিনায়কের ঘোষণা হবে। শোনাযাচ্ছে গৌতম গম্ভীরের সঙ্গে নাকি শুভমন গিলের কথাও হয়েছে। ভারতীয় দলের কোচও নাকি শুভমন গিলকেই অধিনায়ক হিসাবে দেখছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এই মরসুমে শুভমন গিলের অধিনায়কত্বে ১১টি ম্যাচের মধ্যে ৮টি তেই জিতেছে গুজরাট টাইটান্স।

Related articles

মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন সহ সভাপতি কুণাল ঘোষ

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের(Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়েছে নানান তর্জা। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন...

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...
Exit mobile version