Friday, November 7, 2025

প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

Date:

পাকিস্তান বিরোধী প্রতিটি পদক্ষেপে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরেও দেশের অন্যতম প্রধান বিরোধী দলের পক্ষ থেকে বিদেশে প্রতিনিধি দল পাঠানো নিয়ে তৃণমূলের সঙ্গে আলোচনা না করেই সাংসদ প্রতিনিধি নির্বাচন করেছে কেন্দ্রের সংসদীয় মন্ত্রক (Ministry of Parliamentary Affairs)। সেখানেই প্রতিনিধি দল পাঠানো নিয়ে কেন্দ্রের সরকারের উদ্দেশ্য শুভ রাখা ও সংকীর্ণ মানসিকতা ছাড়ার বার্তা স্পষ্ট করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিদেশের প্রতিনিধি দলে কোন রাজনৈতিক দল কোন প্রতিনিধিকে পাঠাবে সেটা নির্দিষ্ট রাজনৈতিক দলই সিদ্ধান্ত নিতে পারে, কেন্দ্র বা বিজেপি এককভাবে সেই সিদ্ধান্ত নিতে পারে না, স্পষ্ট করে দিলেন অভিষেক।

সম্প্রতি ৩২ দেশে পাক বিরোধী প্রচারে যাওয়ার জন্য সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা পেশ করা হয়েছে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে। সেখানে একটি প্রতিনিধি দলে রাখা হয়েছে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan) নাম। সেখানেই সরব রাজ্যের শাসকদল। তৃণমূলের অবস্থান স্পষ্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূলই একমাত্র দল যারা এই ইস্যুতে কোনও রাজনীতি করেনি। বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, দেশে সন্ত্রাসবাদী হামলার মোকাবিলা, সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রের সরকার যে সিদ্ধান্ত নেবে তৃণমূল কাঁধে কাঁধ মিলিয়ে তাতে সহমত জানাবে।

তা সত্ত্বেও বিরোধী দলের প্রতিনিধি নিয়ে স্বৈরাচারী মনোভাব নিয়েই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার। তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি হিসাবে কে যাবেন, সেই সিদ্ধান্তও তাঁরাই নিয়েছেন। সেখানেই অভিষেক স্পষ্ট করে দেন, যদি কোনও প্রতিনিধিদল যায় আমাদের তাতে কোনও আপত্তি নেই। যেভাবে পাকিস্তানের দিক থেকে সন্ত্রাসবাদী হামাল হচ্ছে তা নিয়ে বার্তা বিশ্বের মঞ্চে রাখা দরকার। কিন্তু আমার দল থেকে কে যাবে তার সিদ্ধান্ত পার্টি নেবে। কেন্দ্র বা কেন্দ্রের সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না কোন দল থেকে কোন প্রতিনিধি (delegation) যাবেন। বিজেপির শীর্ষে। তারা দেশ পরিচালনার ক্ষেত্রে, নিজেদের দলের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে তাদের দল থেকে কারা যাবে। কংগ্রেস, ডিএমকে, আমআদমিপার্টি, তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টির তরফ থেকে কারা যাবেন, এটার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দলগুলি।

এক্ষেত্রে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্রের পাশে থাকার বার্তা দেন তিনি। অভিষেক জানান, কেন্দ্রের তরফে একজন প্রতিনিধি চাওয়া হলে আমরা পাঁচজনের নাম দেব। কিন্তু কেন্দ্রকে নিজেদের শুভ উদ্দেশ্য দেখাতে হবে। ব্যাপকভাবে সব বিরোধী দল থেকে সংকীর্ণ মানসিকতা ছেড়ে ডাক দিতে হবে। কিন্তু তৃণমূল থেকে কে যাবেন, তাঁরা তৃণমূলের প্রতীকে জয়ী। তাঁদের মধ্যে কে যাবেন সেটা বিজেপি কীভাবে ঠিক করে দেবে। বিরোধীদের মতামত নিতে হবে কেন্দ্রকে। দলই বলতে পারবে কে কোন বিষয়ে কথা বলার উপযুক্ত। কাউকে অসম্মান না করেই জানাতে চাই, দলের সঙ্গে কথা বলে প্রতিনিধিদল নিশ্চিত করা প্রয়োজন।

প্রতিনিধি দল থেকে নাম তুলে নেওয়া নিয়ে স্পষ্টভাবে অভিষেক জানান, এটার এরকম ব্যাখ্যা একেবারেই করা উচিত নয় যে তৃণমূল বয়কট করেছে। তৃণমূল কখনই বয়কট করেনি। তৃণমূল একমাত্র দল যারা এই প্রতিনিধি দলের বিষয়টি নিয়ে রাজনীতি করেনি। শাসক থেকে বিরোধী অনেকেই এটা নিয়ে রাজনীতি করেছে। আমার তার নিন্দা করি। দেশের প্রশ্নে রাজনীতির কোনও জায়গা নেই। তিনি বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে প্রতিনিধি নির্বাচনের পক্ষে সওয়াল করেন।

Related articles

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...
Exit mobile version