Saturday, November 8, 2025

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

Date:

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই প্রেক্ষাপটে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও স্নাতক ও স্নাতকত্তরস্তরে ওবিসি সংরক্ষণ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে। যার জেরে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত সমস্ত ভর্তিপ্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

১৬ মে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পক্ষ থেকে যাদবপুরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়, আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতে ওবিসি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের অবস্থান কী। এরপরই কলা ও বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটি বৈঠকে বসে এবং সিদ্ধান্ত নেয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত ভর্তিপ্রক্রিয়া বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে এবং শীঘ্রই ফের বৈঠকে বসবেন ভর্তি কমিটির সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় এই পরিস্থিতিকে উচ্চশিক্ষার পক্ষে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর স্পষ্ট নির্দেশ না দেওয়ায় এই জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পিছিয়ে যাচ্ছে, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলিরই সুবিধা হচ্ছে।”

প্রসঙ্গত, গত বছরও একই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন ছাত্রছাত্রীদের কাছ থেকে ডিক্লারেশন নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ বছরও একই অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয় আগেই দফতরগুলির কাছে স্পষ্ট নির্দেশ চেয়ে চিঠি পাঠায়।

আরও পড়ুন – নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version