Tuesday, May 20, 2025

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

Date:

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে এসে প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দফতর সূত্রে জানা গেছে।

মোট ১০,৩০৪টি ফ্ল্যাট নির্মাণের লক্ষ্য নির্ধারিত হয়েছিল এই প্রকল্পে। ইতিমধ্যেই ৫,০৬০টি ফ্ল্যাট সম্পূর্ণ হয়েছে এবং হস্তান্তরের জন্য প্রস্তুত। বাকি ৫,২৪৪টি ফ্ল্যাটের নির্মাণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আন্ডাল, দাসকেয়ারি (জেএল ০৩) ও বিজয়নগর-দাসকেয়ারি (জেএল ০২) — এই তিনটি ব্লকে। আন্ডালে ৫,৬০০টি ফ্ল্যাটের মধ্যে ৪,৩০০টির কাজ শেষ হয়েছে। বাকি ১,৩০০টি ফ্ল্যাট দুর্গাপুজোর আগেই প্রস্তুত হবে বলে দফতরের আশা। দাসকেয়ারি (জেএল ০৩) সাইটে ৬০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে, ১,২৭২টি নির্মাণাধীন। তবে সবচেয়ে ধীরগতির কাজ বিজয়নগর-দাসকেয়ারিতে (জেএল ০২), যেখানে ২,৬৭২টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ১৬০টি সম্পূর্ণ হয়েছে।

প্রতিটি ভবন চারতলা বিশিষ্ট, প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট — অর্থাৎ এক একটি ভবনে ১৬টি করে আবাস। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৪০০ বর্গফুট। প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৮ সালে, কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে মাঝপথে দীর্ঘ সময় কাজ থমকে থাকে। ২০২১ সালের শেষ থেকে ফের কাজ শুরু হলে ধীরে ধীরে গতি বাড়ে।

এই প্রকল্প শেষ হলে গৃহায়ন দফতর তা হস্তান্তর করবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) হাতে। পরবর্তীতে প্রকৃত উপভোক্তাদের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ ও হস্তান্তরের দায়িত্ব নেবে এডিডিএ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ আবাসনের সুযোগ দেওয়ার পাশাপাশি এই প্রকল্প রানিগঞ্জ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version