Thursday, August 21, 2025

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

Date:

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই প্রেক্ষাপটে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও স্নাতক ও স্নাতকত্তরস্তরে ওবিসি সংরক্ষণ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে। যার জেরে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত সমস্ত ভর্তিপ্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

১৬ মে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পক্ষ থেকে যাদবপুরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে চিঠি পাঠিয়ে জানতে চাওয়া হয়, আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতে ওবিসি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের অবস্থান কী। এরপরই কলা ও বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটি বৈঠকে বসে এবং সিদ্ধান্ত নেয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত ভর্তিপ্রক্রিয়া বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে এবং শীঘ্রই ফের বৈঠকে বসবেন ভর্তি কমিটির সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় এই পরিস্থিতিকে উচ্চশিক্ষার পক্ষে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “রাজ্যের উচ্চশিক্ষা দফতর ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর স্পষ্ট নির্দেশ না দেওয়ায় এই জটিলতা তৈরি হচ্ছে। এর ফলে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পিছিয়ে যাচ্ছে, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলিরই সুবিধা হচ্ছে।”

প্রসঙ্গত, গত বছরও একই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন ছাত্রছাত্রীদের কাছ থেকে ডিক্লারেশন নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ বছরও একই অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয় আগেই দফতরগুলির কাছে স্পষ্ট নির্দেশ চেয়ে চিঠি পাঠায়।

আরও পড়ুন – নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version