Monday, January 26, 2026

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

Date:

Share post:

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি এসিসি-কে চিঠি পাঠিয়ে নিজেদের কথা জানিয়েও দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের(BCCI) তরফে। ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও, ক্রিকেটের মঞ্চে লড়াইটা যে একেবারেই কমেনি তা বেশ স্পষ্ট। এবার শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

পহেলগাম(Pahalgam) ঘটনা ঘটার পর থেকেই ভারত-পাক সীমান্তে অশান্তি বাড়তে শুরু করেছিল। পাক মাটিতে ৯টি জঙ্গি ঘাঁটিও ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলাকেও রুখে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স। যদিও কয়েকদিনের মধ্যেই অবশ্য সংঘর্ষ বিরতি ঘোষণা হয়। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সমস্তরকমের সম্পর্ক ছিন্ন করার পথে ভারত। সেই একই পথে এবার বিসিসিআইও।

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরেই বাতিল হয়ে গিয়েছে ভারতের। এবার এসিসির(ACC) প্রতিযোগিতা থেকেও নিজেদের সরিয়ে নিতে চাইছে বোর্ড। কার্যত এসিসির মাথায় পাকিস্তানের মন্ত্রী কেন রয়েছে, এই ঘটনার প্রতিবাদেই এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন সবটাই দেশের স্বার্থ। আর সেই কারণেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে এসিসির প্রধানের পদে রয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী মহসিন নাকভি। তিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও।

এরই প্রতিবাদে এবার সরব হয়েছে বিসিসিআই। কার্যত পাকিস্তানকে এবার ক্রিকেটের মঞ্চেও একঘরে করার লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বোর্ডের সূত্রে জানানো হয়েছে, “ভারতীয় এসিসির কোনও প্রতিযোগিতাই খেলবে না, যার শীর্ষস্থানে বসে রয়েছেন একজন পাকিস্তানের মন্ত্রী। এটা দেশের আবেগের একটা বিষয়। আমরা ইতিমধ্যেই এসিসিকে মৌখিকভাবে আমাদের কথা জানিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে আসন্ন মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে আমরা নেই এবং ভবিষ্যতের প্রতিযোগিতাতেও আমরা নেই। ভারত সরকারের সঙ্গে সবসময় যোগাযোগে রয়েছি আমরা”।

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বহুদিনই বন্ধ রয়েছে। এবার আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও তাদের কার্যত বয়কট করার পথেই যেন হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...