এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

Date:

Share post:

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি এসিসি-কে চিঠি পাঠিয়ে নিজেদের কথা জানিয়েও দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের(BCCI) তরফে। ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও, ক্রিকেটের মঞ্চে লড়াইটা যে একেবারেই কমেনি তা বেশ স্পষ্ট। এবার শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

পহেলগাম(Pahalgam) ঘটনা ঘটার পর থেকেই ভারত-পাক সীমান্তে অশান্তি বাড়তে শুরু করেছিল। পাক মাটিতে ৯টি জঙ্গি ঘাঁটিও ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলাকেও রুখে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স। যদিও কয়েকদিনের মধ্যেই অবশ্য সংঘর্ষ বিরতি ঘোষণা হয়। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সমস্তরকমের সম্পর্ক ছিন্ন করার পথে ভারত। সেই একই পথে এবার বিসিসিআইও।

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরেই বাতিল হয়ে গিয়েছে ভারতের। এবার এসিসির(ACC) প্রতিযোগিতা থেকেও নিজেদের সরিয়ে নিতে চাইছে বোর্ড। কার্যত এসিসির মাথায় পাকিস্তানের মন্ত্রী কেন রয়েছে, এই ঘটনার প্রতিবাদেই এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন সবটাই দেশের স্বার্থ। আর সেই কারণেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে এসিসির প্রধানের পদে রয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী মহসিন নাকভি। তিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও।

এরই প্রতিবাদে এবার সরব হয়েছে বিসিসিআই। কার্যত পাকিস্তানকে এবার ক্রিকেটের মঞ্চেও একঘরে করার লক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বোর্ডের সূত্রে জানানো হয়েছে, “ভারতীয় এসিসির কোনও প্রতিযোগিতাই খেলবে না, যার শীর্ষস্থানে বসে রয়েছেন একজন পাকিস্তানের মন্ত্রী। এটা দেশের আবেগের একটা বিষয়। আমরা ইতিমধ্যেই এসিসিকে মৌখিকভাবে আমাদের কথা জানিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে আসন্ন মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে আমরা নেই এবং ভবিষ্যতের প্রতিযোগিতাতেও আমরা নেই। ভারত সরকারের সঙ্গে সবসময় যোগাযোগে রয়েছি আমরা”।

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বহুদিনই বন্ধ রয়েছে। এবার আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও তাদের কার্যত বয়কট করার পথেই যেন হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল।...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

রবিবার এশিয়া কাপের (Asia Cup) মেগা ফাইনাল।  শুক্রবার ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের আগেই  ফাইনালের দুই দল নিশ্চিত...