কুণাল-সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি কলকাতা হাই কোর্টের

Date:

Share post:

অবমাননা মামলায় রুল জারি করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তিন বিচারপতির বেঞ্চ। সোমবার, শুনানিতে যেহেতু কুণাল ঘোষ-সহ কোনও অভিযুক্ত জবাবি হলফনামা দেননি, সেই কারণে আদালত কুণাল-সহ ৮ জনের বিরুদ্ধে রুল। পরবর্তী শুনানি ১৮ জুন।

সুপার নিউমারারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না,তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে। সেই ঘটনায় আদালত অবমাননার অভিযোগ ওঠে। এদিন শুনানিতে কুণাল ঘোষের (Kunal Ghosh) আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী বলেন, “আমাদের হলফনামা প্রস্তুত। আমরা এখনই জমা দিতে পারি। কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং গতকাল রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি আজ। কোর্ট আরেকটু সময় দিলে জমা হয়ে যাবে।“ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানায়, সকলের ক্ষেত্রেই রুল জারি হয়েছে।

কুণালের আইনজীবীরা বলেন, বিতর্কিত বিক্ষোভের ঘটনার দিন কুণাল ঘটনাস্থলেই ছিলেন না। ওই একই সময়ে তিনি নিউজ 18-এর একটি রেকর্ডিং-এ রাজারহাটে ছিলেন। বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল (Kunal Ghosh) বলেন, “ওই বিক্ষোভের সময় আমি ছিলাম না। কোর্ট চত্বরে ওসব আচরণ সমর্থনও করি না। কোন যন্ত্রণা থেকে এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা প্রার্থীরা ওই অসংযত আচরণ করেছেন, সেটা ওঁরা জানেন। ওই কাণ্ড আমি সমর্থন করি না। কিন্তু বিজেপি, বাম আর কংগ্রেস স্রেফ আমাকে জড়ানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম দিয়েছে। তিন বিচারপতির বেঞ্চে আমার পূর্ণ আস্থা আছে। তাঁরা বুঝবেন, অকারণে এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে।”
আরও খবরব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

এদিন কুণালদের বিরুদ্ধে কোর্টে কার্যত একজোট ছিলেন CPIM, BJP, কংগ্রেসের আইনজীবীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুণাল বলেন, “যে কর্মপ্রার্থীরা একসময়ে দেখেছিলেন তাঁদের ধর্নামঞ্চে বাম, বিজেপি আইনজীবীরা গিয়ে সমর্থন করছেন, রাজ্য সরকার তাঁদের চাকরির ব্যবস্থা করার পরে এখন সেই আইনজীবীদেরই কয়েকজন পাল্টা মামলা করে জটিলতা তৈরি করছেন বলে অভিযোগ। আমরা এদের চাকরির পক্ষে। ছেলেমেয়েগুলি বিপন্ন অবস্থায় আছে। তবে কোর্ট চত্বরে কোনও বিশৃঙ্খলা বা আপত্তিকর আচরণ একেবারেই ঠিক হয়নি।”

spot_img

Related articles

দুর্যোগে বিধ্বস্ত উত্তরে মুখ্যমন্ত্রী, আজ সুখিয়াপোখরিতে ত্রাণ বিতরণ মমতার

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গে (North Bengal) ছুটে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নাগরাকাটা, মেটেলি, মালবাজারে ত্রাণওঅর্থ...

প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার, মঙ্গলেই দেহ দান মেদিনীপুরে 

বার্ধক্যজনিত কারণে প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার (Veteran Left leader Deepak Sarkar passed away)। মেদিনীপুর শহরের বিধাননগরে...

ভোররাতে নিম্নমুখী তাপমাত্রার পারদ, হিমেল অনুভূতিতে শীতের ইঙ্গিত বঙ্গে!

মা দুর্গা কৈলাস ফেরার পর থেকেই আবহাওয়ার ছবিটা বদলাতে শুরু করেছে বঙ্গে। ব্যতিক্রমী ঘটনা হিসেবে পুজো (Durga Puja)...

সমবায় ব্যাঙ্কে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, শুরু সাইবার সুরক্ষা সংস্কার কর্মসূচি

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ক্রমবর্ধমান দুর্নীতি ও জালিয়াতির ঘটনায় কড়া নজর দিল রাজ্য সরকার। ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী...