Monday, May 19, 2025

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত সেটাই হল। ইস্টবেঙ্গলে(Eastbengal) এবার প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদ(Mohammed Rashid)। আক্রমণ থেকে রক্ষণ দুই পজিশনের অত্যন্ত স্বচ্ছন্দ এই প্যালেস্তাইন ফুটবলার। এবার তাঁকেই দলে তুলে নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। তাঁকে দলে নেওয়া নিয়ে নাকি এক জটিলতা দেখা দিয়েছিল। শোনা যাচ্ছিল তাঁক আগের ক্লাব নাকি রশিদকে(Mohammed Rashid) ছাড়তে চাইছিল না। কিন্তু শেষপর্যন্ত সমস্ত জটিলতা সরিয়ে এবার এই প্যালেস্তাইনের ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। শোনা যাচ্ছে আগামী এক বছরের জন্যই নাকি তাঁকে সই করানো হয়েছে।

সদ্য শেষ হওয়া আইএসএলে(India Super League) বিশ্রী পারফরম্যান্স দেখিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। ৯ নম্বর পজিশনে শেষ করেছিল তারা। আইএসএলের মাঝপথ থেকেই ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। সেইসঙ্গে বিদেশি ফুটবলারদের নিয়েও উঠতে শুরু করেছিল প্রশ্ন। প্রতিযোগিতা শেষ হওয়ার পর থেকেই এবারের নড়েচড়ে বসেছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এরপর থেকেই ভালো বিদেশি নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল।

শেষ মরসুমের বেশিরভাগ বিদেশিদেরই ছেড়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। থংবোই সিংটো এবং অস্কার ব্রুজোঁই এবারের বিদেশি ফুটবলার বেছে নেওয়ার কাজটা শুরু করেছেন। তাদের পছন্দ মতো ফুটবলারই তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল। মিগুয়েলের সই পর্ব আগেই মিটে গিয়েছে। এবার প্যালেস্তাইনের মহম্মদ রশিদকেও সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। আসন্ন মরসুমের জন্য সেরা বিদেশিদের নিয়েই দল গোছাতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

গত মরসুমে মহম্মদ রশিদ(Mohammed Rashid) খেলেছিলেন ইন্দোনেশিয়া-১ লিগে। সেখানে ৩১টি ম্যাচে ৬টি গোল রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাসিস্টও রয়েছে রশিদের। এছাড়া দেশের জার্সিতেও খেলেছেন তিনি। দুই জায়গাতেই ডিফেন্সিভ মিড ফিল্ডারের ভূমিকায় দেখা গিয়েছে এই প্যালেস্তাইন ফুটবলারকে। এবারের ইস্টবেঙ্গলের হয়েও হয়ত এমনই একটা পজিশনে খেলতে দেখা যেতে পারে মহম্মদ রশিদকে। লাল-হলুদ জার্সিতে মাঠে নেমে রশিদ কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।

Related articles

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...
Exit mobile version