Monday, May 19, 2025

ভারতের প্রতিবাদে নড়ে বসল IMF, পাকিস্তানে সব আর্থিক অনুমোদনে নজরদারি

Date:

Share post:

পাকিস্তানকে আইএমএফ-এর অনুদান আগেই আপত্তি জানিয়েছিল ভারত। এই টাকায় শুধুমাত্র জঙ্গি ফান্ডিং হবে বলে আগেই জানিয়েছিল ভারত। তারপরেও পাকিস্তানকে (Pakistan) ২৪০ কোটি ডলারের ঋণ মঞ্জুর করেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (IMF)। তারপরেও ভারত গলা চড়িয়ে দাবি জানিয়েছে, বিদেশি ঋণের টাকা কোথায় যাচ্ছে, তার নজরদারি (monitoring) চাই। কার্যত ভারতের এই কথার মান্যতা দিয়েই এক সুরে গলা মেলাল আন্তর্জাতিক অর্থ সাহায্যকারী সংগঠন। পাক সরকারের পায়ে কার্যত শিকল পরাল তারা।

পাকিস্তানের ঘাড়ে প্রায় ১০ দফা শর্ত চাপিয়েছে আইএমএফ। ভারতের অপারেশন সিন্দুর অভিযানে নিকেশ জঙ্গিদের পরিবারকে কোটি কোটি টাকা এবং বাড়িঘর তৈরি করে সাহায্য করছে পাকিস্তানের শাহবাজ (Shahbaz Sharif) সরকার।

১৭.৬ লক্ষ কোটির নতুন বাজেটকে পার্লামেন্টে অনুমোদন করানো, বিদ্যুৎ বিল ও ঋণ পরিষেবার ক্ষেত্রে সারচার্জ বৃদ্ধি এবং তিন বছরের বেশি পুরনো গাড়ি আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার—এমনই কড়া শর্ত পাকিস্তানের উপর চাপিয়েছে আইএমএফ। আইএমএফ সতর্ক করেছে, ভারতের সঙ্গে উত্তেজনা বাড়লে পাকিস্তানের অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়বে। সেক্ষেত্রে ঘোষিত কর্মসূচির আর্থিক ও অন্যান্য লক্ষ্যপূরণ নিয়েই প্রশ্ন উঠবে। শর্তে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেটের ১.০৭ লক্ষ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় করতে হবে। এর জন্য আগামী জুন পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শর্ত পূরণ হলে তবেই ঋণের কিস্তি ছাড়া হবে।

শনিবার স্টাফ লেভেল রিপোর্ট প্রকাশ করেছে আইএমএফ। সেখানে পরবর্তী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২.৪২৪ লক্ষ কোটি পাকিস্তানি টাকা দেখানো হয়েছে। যা আগের বছরের তুলনায় ২৪ হাজার ১০০ কোটি টাকা বেশি। আইএমএফ (IMF) সাফ জানিয়েছে, ইচ্ছামতো কিছুই করতে পারবে না পাকিস্তান। সবটাই থাকবে নজরদারিতে (monitoring)। প্রশাসনিক সংস্কার ও অর্থনীতির উন্নয়নের জন্য যে পরিকল্পনাই পাক সরকার করুক না কেন, জানাতে হবে আইএমএফকে। তবে এবার কি একরকম বাধ্য হয়েই জঙ্গিদের পাশে থাকতে পারবে না শরিফ সরকার?

spot_img

Related articles

এসিসির প্রধান পাক মন্ত্রী, এশিয়া কাপ থেকে নাম তুলতে পারে বিসিসিআই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান পাক মন্ত্রী। তারই প্রতিবাদে এবার এসিসি-র জোড়া প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই(BCCI)।...

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা...

উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন থেকে চিকেন্স নেকের দায়িত্ব: কর্মসূচি জানালেন মুখ্যমন্ত্রী

একদিকে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব তাঁর কাঁধে। অন্যদিকে রাজ্যবাসীর নিরাপত্তার দায়িত্বও রয়েছে। সব মিলিয়ে এবারের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (north Bengal)...

আন্দোলন হিংস্র কেন হবে: চাকরিহারা শিক্ষকদের জন্য রাজ্যের অবস্থান ব্যাখ্যা অভিষেকের

লাগাতার বিকাশ ভবন ঘেরাও করে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা। সরকারি সম্পত্তি নষ্ট থেকে সরকারি কর্মীদের শারীরিক নিগ্রহ, কোনও অভিযোগই...