Sunday, November 2, 2025

পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন বাবা-মা, দুশ্চিন্তার কথা জানালেন মইন আলি

Date:

আইপএল(IPL) ফের শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটাররাই আর ফেরেননি। তাদের মধ্যেই একজন ইংল্যন্ডের মইন আলি(Moeen Ali)। কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে যোগ দেননি তিনি। সেই মইনের(Moeen Ali) মুখেই এবার উঠে এল অপারেশন সিন্দুরের সময় কেন আতঙ্কের মধ্যে সময় কাটিয়েছিলেন। পাক অধিকৃত কাশ্মীরে আটকে ছিলেন তাঁর বাবা-মা। একটি পডকাস্ট শো-তে সেই কথাই শুনিয়েছেন নাইট রাইডার্সের তারকা ব্রিটিশ ক্রিকেটার মইন আলি।

পহেলগামে জঙ্গিদের নৃশংশ ঘটনা। সাধারণ পর্যটকদের প্রাণ কেড়ে নেয় জঙ্গিদের বুলেট। এরপরই পাক মাটিতে জঙ্গি ঘাঁটি দমনের উদ্যোগ নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী। এরপর অবশ্য পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিল পাকিস্তানও। যদিও এঁটে উঠতে পারেনি ভারতের সঙ্গে। সেই পরিস্থিতিতেই ঝুঁকি না নিয়ে স্থগিত করা হয়েছিল আইপিএল(IPL)।

এক সপ্তাহের জন্য স্থগিত করার হয়েছিল ভারতের এই ক্যাশরিচ লিগ। সেই সময়ই বিদেশি ক্রিকেটাররাও ফিরে গিয়েছিলেন তাদের দেশে। অনেকেই ফেরেননি। মইন আলিও আর বাকি ম্যাচ খেলতে আসেননি। সেই পরিস্থিতিতে তাঁর বাবা-মাকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ছিলেন সেটাই এবার জানিয়েছেন মইন। একটি পডকাস্ট শো-তে ইংল্যান্ডের এই ক্রিকেটার জানিয়েছেন, “অপারেশন সিন্দুরের সময় আমার বাবা-মা পাক অধিকৃত কাশ্মীরেই ছিলেন। যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে হয়ত খুব বেশি এক ঘন্টা দুরত্বে ছিলেন তারা। ওই পরিস্থিতিতে খুব চিন্তায় ছিলাম। তবে সেদিনই বাবা-মা সেখান থেকে ফেরার বিমান পেয়ে যায়। তাতেই আমি খুশি হয়েছিলাম”।

গত ১৭ মে থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল। যদিও সেখানে খেলতে আসেননি মইন আলি(Moeen Ali)। তবে ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন তিনি।

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...
Exit mobile version