Tuesday, May 20, 2025

পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন বাবা-মা, দুশ্চিন্তার কথা জানালেন মইন আলি

Date:

আইপএল(IPL) ফের শুরু হলেও অনেক বিদেশি ক্রিকেটাররাই আর ফেরেননি। তাদের মধ্যেই একজন ইংল্যন্ডের মইন আলি(Moeen Ali)। কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে যোগ দেননি তিনি। সেই মইনের(Moeen Ali) মুখেই এবার উঠে এল অপারেশন সিন্দুরের সময় কেন আতঙ্কের মধ্যে সময় কাটিয়েছিলেন। পাক অধিকৃত কাশ্মীরে আটকে ছিলেন তাঁর বাবা-মা। একটি পডকাস্ট শো-তে সেই কথাই শুনিয়েছেন নাইট রাইডার্সের তারকা ব্রিটিশ ক্রিকেটার মইন আলি।

পহেলগামে জঙ্গিদের নৃশংশ ঘটনা। সাধারণ পর্যটকদের প্রাণ কেড়ে নেয় জঙ্গিদের বুলেট। এরপরই পাক মাটিতে জঙ্গি ঘাঁটি দমনের উদ্যোগ নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী। এরপর অবশ্য পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিল পাকিস্তানও। যদিও এঁটে উঠতে পারেনি ভারতের সঙ্গে। সেই পরিস্থিতিতেই ঝুঁকি না নিয়ে স্থগিত করা হয়েছিল আইপিএল(IPL)।

এক সপ্তাহের জন্য স্থগিত করার হয়েছিল ভারতের এই ক্যাশরিচ লিগ। সেই সময়ই বিদেশি ক্রিকেটাররাও ফিরে গিয়েছিলেন তাদের দেশে। অনেকেই ফেরেননি। মইন আলিও আর বাকি ম্যাচ খেলতে আসেননি। সেই পরিস্থিতিতে তাঁর বাবা-মাকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ছিলেন সেটাই এবার জানিয়েছেন মইন। একটি পডকাস্ট শো-তে ইংল্যান্ডের এই ক্রিকেটার জানিয়েছেন, “অপারেশন সিন্দুরের সময় আমার বাবা-মা পাক অধিকৃত কাশ্মীরেই ছিলেন। যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে হয়ত খুব বেশি এক ঘন্টা দুরত্বে ছিলেন তারা। ওই পরিস্থিতিতে খুব চিন্তায় ছিলাম। তবে সেদিনই বাবা-মা সেখান থেকে ফেরার বিমান পেয়ে যায়। তাতেই আমি খুশি হয়েছিলাম”।

গত ১৭ মে থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল। যদিও সেখানে খেলতে আসেননি মইন আলি(Moeen Ali)। তবে ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন তিনি।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version