Tuesday, May 20, 2025

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই তাদেরকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার হিসাবে দেখতে শুরু করেছেন। সেই বেঙ্গালুরু শিবিরেই বড়সড় ধাক্কা। আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম সেরা তারকা বোলার লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। সেই জায়গাতেই জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে(Blessing Muzarbani) দলে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। কিন্তু এনগিডির অভাব তিনি মেটাতে পারবেন কিনা তা নিয়েই এখন প্রশ্ন।

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মাঝে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার ফলেই সমস্ত হিসাবটা বদলে গিয়েছিল। একসময় অজি ক্রিকেটারদের সঙ্গে প্রোটিয়া ক্রিকেটাররাও আসবেন কিনা তা নিয়েও নানান হিসাব নিকাশ শুরু হয়েছিল। যদিও শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছিলেন লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। কিন্তু একটি ম্যাচ খেলার পরই এবার দেশে ফিরে যেতে হচ্ছে এনগিডিকে।

সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল(WTC Final)। আগামী ৩ জানুয়ারি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সেই কারণেই এবার দেশে ফিরে গিয়েছেন এই তারকা প্রোটিয়া পেসার। সেই জায়গাতেই এবার জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানিকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী কয়েকটা ম্যাচ তাঁকেই দেখা যাবে বিরাটদের দলের জার্সিতে।

জিম্বাবোয়ের হয়ে এখনও পর্যন্ত ৭১টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্লেসিং মুজারবানি(Blessing Muzarbani)। সেখানে তাঁর ঝুলিতে উইকেট রয়েছে ৭৮টি। এছাড়াও ১২টি টেস্ট ও ৫৫টি ওডিআই খেলেছেন মুজারবানি। বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকা দিয়েই ব্লেসিং মুজারবানিকে দলে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version