Monday, November 10, 2025

আর জি করের ধাঁচে ক্রাউড ফান্ডিং! ৮ কোটির হিসাব নেই শিক্ষকদের কাছে

Date:

Share post:

চাকরিহারাদের আন্দোলনেও সেই আরজি কর স্টাইল। একইরকমভাবে ক্রাউড ফান্ডিং (crowd funding) করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরি করতে ময়দানে নেমেছে মাও-মাকুরা। সেখানে ইন্ধন রয়েছে বাম-বিজেপিরও। জনগণের সিমপ্যাথি আদায় করে তহবিল গঠন করে ইতিমধ্যেই তোলা হয়েছে ৮ কোটি টাকা। সেই টাকার কোনও হিসেব নেই। খরচ-বহির্ভূত টাকা কোথায় আছে, তারও কোনও হদিশ নেই।

শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের নাম দিয়ে হাওড়া শিবপুরের ইন্ডিয়ান ব্যাঙ্কে সম্প্রতি একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করা হয়েছে। ঠিক যেমনটি হয়েছিল আরজি কর আন্দোলনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেমন জুনিয়র ডাক্তারদের নেতা সেজেছিলেন মাও-মাকু ব্রিগেড, তেমনি ২০১৬ সালের এসএসসি প্যানেলের (SSC teachers) চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদেরও নেতা সেজে কোটি কোটি টাকা তাঁরা তুলছেন জনতা তহবিল থেকে। রাজ্য তথা দেশের সর্বত্র তো বটেই, আন্তর্জাতিক স্তরেও কিউআর কোড (QR code) পাঠিয়ে তাঁরা কোটি কোটি টাকা ক্রাউড ফান্ডিং (crowd funding) করছেন সুপ্রিম কোর্টে (Supreme Court) আইনি লড়াইয়ের ইস্যুকে সামনে রেখে। এখনই ফান্ডিং ৮ কোটি ছাড়িয়ে গিয়েছে। অঙ্কটা ১১ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের একাংশ।

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশের পক্ষ থেকে অধিকার মঞ্চ নাম দিয়ে সকলের কাছে ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। ঠিক কত টাকা তোলা হয়েছে, তা সুস্পষ্ট নয়। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের একাংশই ক্রাউড ফান্ডিংয়ের উল্লেখিত অঙ্কটি জানিয়েছেন। টাকা তুলে আন্দোলনকে হিংসাত্মক পথে পরিচালিত করতে নকশাল পন্থী সিপিআইএমএলের দুই নেতা সক্রিয়‌। তাঁদের নির্দেশেই এই ক্রাউড ফান্ডিং বলে শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অ-শিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল করে দেয়। তারপর থেকেই রীতিমতো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে টাকা তোলার অভিযান শুরু করেন আন্দোলনকারীদের একাংশ।

শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ, ৮ হাজার চাকরিহারা নবম ও দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে তিন দফায় মাথাপিছু মোট ৬৫০০ টাকা করে তোলা হয়েছে। সেই টাকার মোট পরিমাণ ৫ কোটি ২০ লক্ষ। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ৩ হাজার শিক্ষক-শিক্ষিকা। তাদের কাছ থেকে তিন দফায় মাথাপিছু মোট ১০০০০ টাকা করে তোলা হয়েছে। এইভাবে প্রায় ৩ কোটি টাকা তোলা হয়েছে ক্রাউড ফান্ডিংয়ে। প্রায় ৮ কোটি টাকার মধ্যে গত কয়েকদিনে বিকাশ ভবন অভিযান ও সুপ্রিম কোর্টের (Supreme Court) রিভিউ পিটিশনের জন্য আইনজীবীদের পেছনে নাকি খরচ হয়ে গিয়েছে প্রায় ৫-৬ কোটি টাকা।

গত বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের বিকাশ ভবন অভিযান হিংসাত্মক রূপ নেয় মাও-মাকু ব্রিগেডের উস্কানিতে। এরপরই মাওমাকু নেতাদের নেতৃত্ব মানতে অস্বীকার করেন শিক্ষক-শিক্ষিকাদের একটা বড় অংশ। তাঁরা দাবি তোলেন, এতদিন যে টাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিউআর কোডের (QR code) মাধ্যমে
তাঁরা জমা দিয়েছেন, তা ফেরত দিতে হবে। সেই টাকায় তাঁরা পৃথক আইনজীবী নিয়ে সুপ্রিম কোর্টে
লড়াই করবেন। সমস্যা তৈরি হয় এরপরই‌। বিপুল অংকের এই টাকার হিসেব কে দেবে এবং কার কাছে বাকি টাকা রয়েছে, তা নিয়েই শুরু হয়েছে চাপান-উতোর।

spot_img

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...