Wednesday, August 27, 2025

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

Date:

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে ওই নদীর জল ভারতে ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করে। এবার সেই জল আটকে বাংলাদেশকে কড়া বার্তা দিতে চায় ভারত—এমনই ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে।

প্রশাসন জানিয়েছে, বয়রা গ্রামে দুই দেশের সীমান্ত দিয়ে প্রবাহিত হয় বাংলাদেশের কপোতাক্ষ নদ। প্রতিবছর বর্ষার সময় এই নদীর জল উপচে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এর ফলে বয়রার বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয় এবং চাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।

এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে গত অক্টোবর থেকে বাগদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে নির্মাণ শুরু হয় একটি স্লুইস গেটের। সম্প্রতি শেষ হয়েছে তার নির্মাণকাজ। শনিবার চূড়ান্ত পর্যায়ের কাজ ঘুরে দেখেন জেলাশাসক ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

প্রশাসনের দাবি, চলতি বর্ষাতেই এই স্লুইস গেট চালু হয়ে যাবে। এর ফলে সীমান্তের এপার থেকে জল ঢোকা পুরোপুরি বন্ধ হবে এবং কৃষকদের জমি রক্ষা পাবে। একইসঙ্গে বাংলাদেশকেও কূটনৈতিক বার্তা দেওয়া হবে যে, ভারত এখন জলসীমা নিয়েও সজাগ।

স্থানীয়দের দাবি, “এই স্লুইস গেট তৈরি হওয়ায় বহু বছরের সমস্যা মিটবে। ফসল রক্ষা হবে, আর প্রতিবেশী দেশকে বুঝিয়ে দেওয়া যাবে যে, জলসীমা নিয়েও আমরা আর আপোস করব না।”

পরিস্থিতি ও প্রতিক্রিয়ার উপর নজর রাখছে প্রশাসন। তবে এখনই এই পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক কোনও টানাপোড়েন শুরু হয়নি।

আরও পড়ুন – ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version