যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে! নাম না করে বিকাশদের ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

SSC-র চাকরিহারাদের প্রতি তিনি সহনুভূতিশীল। কিন্তু তাঁদের যাঁরা উসকাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, উত্তরবঙ্গ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে (Airport) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আমার যথেষ্ট সিমপ্যাথি ছিল। থাকবে। আমি বলেছিলাম রিভিউ করব। কোর্টে কিছু বাধ্যবাধকতা থাকে। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আদালত কোনও সিদ্ধান্ত নিলে মানব না বলতে পারি না। এখনও কারও মাইনে বন্ধ হয়নি। গ্রুপ সি, ডি কর্মীদের স্কিম করে মাইনে দেওয়া হচ্ছে। এই আন্দোলনে যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে। নাটের গুরুরা, স্বার্থরক্ষার গুরু হয়ে যায় তাহলে মুশকিল।” নাম না করে বিকাশ ভট্টাচার্যদের ধুয়ে দেন মমতা। একই সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ”রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে সৌজন্য, সম্মান আশা করি।”

এদিন যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি-র আন্দোলনরত শিক্ষকদের নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের তরফে আমরা রিভিউ পিটিশন করেছি। আমার যথেষ্ট সহানুভূতি ওদের প্রতি আছে, ছিল ও থাকবে। আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে। সেটা সকলকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা করেছি। যদি রিভিউ পিটিশনের অনুমোদন দেয়  ভাল কথা। আমাদের আইনজীবীরা চাইবেন যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনও সিদ্ধান্ত নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ সেটা মানতে আমরা বাধ্য। কিন্তু এখনও পর্যন্ত কারোর মাইনে বন্ধ হয়নি। এমনকি গ্ৰুপ সি ও ডির কর্মচারীদেরও একটা স্কিম  করে টাকা দেওয়া হচ্ছে।”

এরপরেই তিনি বিরোধীদের নিশানা করে বলেন, ”এই চাকরি যাওয়ার জন্য দায়ী যারা তারা এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন সেই নাটের গুরুরাই যদি আজ তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেটাতে আমার আপত্তি আছে।” চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ”তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের থেকে আমরা ন্যূনতম সম্মান ও সৌজন্য প্রত্যাশা করব। রাজনীতির উর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুক, বাচ্চাদের শিক্ষা দিক। সবাই সমান নয় সেটাও জানি। কেউ কেউ কাজ চালিয়ে যাচ্ছেন।”

চাকরিহারাদের প্রতি সহনুভূতি দেখিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ”যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধেও আমার কোনও অভিযোগ নেই। অভিযোগ একটাই, কাউকে জোর করে আটকে রাখা যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। এই আন্দোলনে বাইরের লোকের সংখ্যা বেশি। টিচারের সংখ্যা কম। অভিযোগ করা হয়েছে অন্তঃসত্তা মহিলাদের বেরোতে দেওয়া হচ্ছে না, তারা আটকে আছেন। অফিসে কাজ করছে তাদের ১৮ ঘণ্টা আটকে রাখা হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, সে বারবার বাড়ি যাওয়ার কথা বলেছে তাঁকে নামতে দেওয়া হয় নি। সে ভয়ে লাফ দিয়েছে, পায়ে চোট  পেয়েছে। মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ। মানবিকতার উর্দ্ধে কিছু নয়। আমি আন্দোলনের বিপক্ষে না তবে তার একটা লক্ষণরেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলব  আপনারা এসব না করে আইনি লড়াই করুন। আমরা সম্পূর্ণ সাহায্য করব। আমরাও তো নিজেদের সাধ্যমতো লড়ছি। কিন্তু কোন রাজনৈতিক দল যদি মনে করে জলঘোলা করবে তাহলে তাদের কাছে আমার প্রশ্ন কোর্টে যে কেসটা করেছিলেন সেটা কি ঠিক ছিল?”
আরও খবর: বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

এর পরেই বিকাশ ভট্টাচার্যদের নাম না করেন মমতা বলেন, “আমার একটা জিনিস খারাপ লাগে, যারা উসকানি দিচ্ছে তারাই আবার মামলা করেছে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলি যাদের জন্য যাওয়ার পথে, আমি তাদের বলব, এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন, তারাই যদি আজকে স্বার্থরক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে।”

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...