Sunday, November 16, 2025

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচ নির্বাসিত দিগবেশ রাঠি

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হার। সেইসঙ্গে আবার শাস্তিও পেলেন লখনউ সুপার জায়ান্টসের(LSG) তরুণ সেনসেশন দিগবেশ রাঠি(Digvesh Rathi)। আইপিএলের(IPL) নিয়ম ভেঙে এক ম্যাচ নির্বাসিত ও ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল এই তুরুণ ক্রিকেটারের। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন অভিষেক শর্মার(Abhishek Sharma) সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবং অভিষেককে আউট করার সেলিব্রেশন এমন ছিল তাতেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু আইপিএলের নিয়ম ভাঙায় শাস্তি পেতে হয়েছে দিগবেশকে। শাস্তি পেয়েছেন অভিষেক শর্মাও।

এবারের আইপিএলের শুরু থেকেই শিরোনামে আছেন লখনউ সুপারজায়ান্টসের এই তরুণ বোলার দিগবেশ রাঠি(Digvesh Rathi)। তার কারণ হল তাঁর উইকেট নেওয়ার পর সেলিব্রেশন। দিগবেশের নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবারের আইপিএলের শুরু থেকেই সকলকে চমকে দিয়েছে। সকলকে যেমন চমকে দিয়েছিল এই সেলিব্রেশন। তেমন সমালোচনার সামনেও ফেলেছিল এই নোটবুক সেলিব্রেশন।

এই সেলিব্রেশনের জন্য ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে দুবার নির্বাসিত হয়েছিলেন। ফের একবার সেই একই শাস্তি পেলেন দিগবেশ রাঠি। সেইসঙ্গে তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি-ও কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এদিন অভিষেক শর্মাকে আউট করার পরই সেই নোটবুক সেলিব্রেশন করেন দিগবেশ। এরপরই আবার অভিষেককে লক্ষ্য করে নানান অঙ্গভঙ্গিও করেন তিনি। আর তাতেই নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি অভিষেক শর্মা।

মাঠেই ঝামেলায় জড়ান দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছে। কিন্তু এমন ঘটনা কখনোই বর্দাস্ত করে না বোর্ড। সেই কারণেই দিগবেশকে বড় শাস্তি তারা দিয়েছে। এক ম্যাচ নির্বাসিত হওয়ার মানে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না দিগবেশ রাঠি। খানিকটা হলেও চিন্তা বাড়াল লখনউ সুপার জায়ান্টসের(LSG)।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...