Friday, January 2, 2026

অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচ নির্বাসিত দিগবেশ রাঠি

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হার। সেইসঙ্গে আবার শাস্তিও পেলেন লখনউ সুপার জায়ান্টসের(LSG) তরুণ সেনসেশন দিগবেশ রাঠি(Digvesh Rathi)। আইপিএলের(IPL) নিয়ম ভেঙে এক ম্যাচ নির্বাসিত ও ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল এই তুরুণ ক্রিকেটারের। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন অভিষেক শর্মার(Abhishek Sharma) সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবং অভিষেককে আউট করার সেলিব্রেশন এমন ছিল তাতেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু আইপিএলের নিয়ম ভাঙায় শাস্তি পেতে হয়েছে দিগবেশকে। শাস্তি পেয়েছেন অভিষেক শর্মাও।

এবারের আইপিএলের শুরু থেকেই শিরোনামে আছেন লখনউ সুপারজায়ান্টসের এই তরুণ বোলার দিগবেশ রাঠি(Digvesh Rathi)। তার কারণ হল তাঁর উইকেট নেওয়ার পর সেলিব্রেশন। দিগবেশের নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবারের আইপিএলের শুরু থেকেই সকলকে চমকে দিয়েছে। সকলকে যেমন চমকে দিয়েছিল এই সেলিব্রেশন। তেমন সমালোচনার সামনেও ফেলেছিল এই নোটবুক সেলিব্রেশন।

এই সেলিব্রেশনের জন্য ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে দুবার নির্বাসিত হয়েছিলেন। ফের একবার সেই একই শাস্তি পেলেন দিগবেশ রাঠি। সেইসঙ্গে তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি-ও কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এদিন অভিষেক শর্মাকে আউট করার পরই সেই নোটবুক সেলিব্রেশন করেন দিগবেশ। এরপরই আবার অভিষেককে লক্ষ্য করে নানান অঙ্গভঙ্গিও করেন তিনি। আর তাতেই নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি অভিষেক শর্মা।

মাঠেই ঝামেলায় জড়ান দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছে। কিন্তু এমন ঘটনা কখনোই বর্দাস্ত করে না বোর্ড। সেই কারণেই দিগবেশকে বড় শাস্তি তারা দিয়েছে। এক ম্যাচ নির্বাসিত হওয়ার মানে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না দিগবেশ রাঠি। খানিকটা হলেও চিন্তা বাড়াল লখনউ সুপার জায়ান্টসের(LSG)।

spot_img

Related articles

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...