অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এক ম্যাচ নির্বাসিত দিগবেশ রাঠি

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হার। সেইসঙ্গে আবার শাস্তিও পেলেন লখনউ সুপার জায়ান্টসের(LSG) তরুণ সেনসেশন দিগবেশ রাঠি(Digvesh Rathi)। আইপিএলের(IPL) নিয়ম ভেঙে এক ম্যাচ নির্বাসিত ও ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল এই তুরুণ ক্রিকেটারের। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ চলাকালীন অভিষেক শর্মার(Abhishek Sharma) সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবং অভিষেককে আউট করার সেলিব্রেশন এমন ছিল তাতেই ঝামেলায় জড়িয়েছিলেন দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু আইপিএলের নিয়ম ভাঙায় শাস্তি পেতে হয়েছে দিগবেশকে। শাস্তি পেয়েছেন অভিষেক শর্মাও।

এবারের আইপিএলের শুরু থেকেই শিরোনামে আছেন লখনউ সুপারজায়ান্টসের এই তরুণ বোলার দিগবেশ রাঠি(Digvesh Rathi)। তার কারণ হল তাঁর উইকেট নেওয়ার পর সেলিব্রেশন। দিগবেশের নোটবুক সেলিব্রেশন(Notebook Celebration) এবারের আইপিএলের শুরু থেকেই সকলকে চমকে দিয়েছে। সকলকে যেমন চমকে দিয়েছিল এই সেলিব্রেশন। তেমন সমালোচনার সামনেও ফেলেছিল এই নোটবুক সেলিব্রেশন।

এই সেলিব্রেশনের জন্য ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে দুবার নির্বাসিত হয়েছিলেন। ফের একবার সেই একই শাস্তি পেলেন দিগবেশ রাঠি। সেইসঙ্গে তাঁর ৫০ শতাংশ ম্যাচ ফি-ও কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এদিন অভিষেক শর্মাকে আউট করার পরই সেই নোটবুক সেলিব্রেশন করেন দিগবেশ। এরপরই আবার অভিষেককে লক্ষ্য করে নানান অঙ্গভঙ্গিও করেন তিনি। আর তাতেই নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি অভিষেক শর্মা।

মাঠেই ঝামেলায় জড়ান দুই ক্রিকেটার। যদিও পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছে। কিন্তু এমন ঘটনা কখনোই বর্দাস্ত করে না বোর্ড। সেই কারণেই দিগবেশকে বড় শাস্তি তারা দিয়েছে। এক ম্যাচ নির্বাসিত হওয়ার মানে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না দিগবেশ রাঠি। খানিকটা হলেও চিন্তা বাড়াল লখনউ সুপার জায়ান্টসের(LSG)।

spot_img

Related articles

নাকভিকে তুলোধনা বিসিসিআইয়ের, সম্মানের সঙ্গে ট্রফি চায় ভারত

এশিয়া কাপের (Asia  Cup)  ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার  এসিসির বৈঠকে উত্তপ্ত হয়ে উঠল এই...

জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

জয় দিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের সূচনা করল ভারত। গুয়াহাটিতে প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএসে ৫৯ রানে হারাল ভারত।ম্যাচে টস...

শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে...

নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

এশিয়া কাপ (Asia  Cup) শেষ হলেও বিতর্ক থামছে না। ফাইনাল শেষে  পাকিস্তানের মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত...