Saturday, November 8, 2025

ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সর্তকতা!

Date:

প্রাক বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বিপর্যয়ের আশঙ্কা। গত কয়েকদিনের ভারী বর্ষণে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে তিস্তার জল। তার উপর আবার আজ মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির ‘কমলা’ (Orange alert in Jalpaiguri, Alipurduyar) সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, উত্তর দিনাজপুরে। সোমবার মাইকিং করে সতর্ক করা হয়েছে দক্ষিণ সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মেলি শহরের নদী সংলগ্ন বসতি এলাকার বাসিন্দাদের। রাতে বৃষ্টি হয়েছে দার্জিলিঙে (Darjeeling)। ভূমিধসে বিধ্বস্ত দক্ষিণ ও পূর্ব সিকিমের landslide in South and East Sikkim) একাধিক রাস্তা। আশঙ্কা বাড়ছে পর্যটকদের মনেও।

দক্ষিণ ভারতে বৃষ্টির দাপট চলছে, বর্ষা ঢুকেছে আন্দামান নিকোবরেও। কিন্তু উত্তরবঙ্গে প্রাক বর্ষাতেই যেভাবে তিস্তার জলস্তর বাড়ছে তাতে চিন্তায় প্রশাসন। রবিবার থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে সিকিম ও উত্তরের পাহাড়-সমতলে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। দুর্যোগের আশঙ্কায় নদীর সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধসের জন্য গাংলা গ্রামের কাছে ইয়াংগাং থেকে রাভাংলা পর্যন্ত রাস্তা ভেসে গিয়েছে। বেশ কয়েকটা জায়গা থেকে ছোটখাটো দুর্ঘটনার খবর মিলেছে। মৌসুমি খোলার জল উপচে পড়েছে রাস্তায়, যার জেনে ব্যাহত হয়েছে যান চলাচল। পরিস্থিতি থেকে নজর রাখছে প্রশাসন। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (IMD) সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা (Gopinath Raha) জানিয়েছেন, “আগামী কয়েক দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।”

-.

 

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version