Tuesday, May 20, 2025

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

Date:

Share post:

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও। যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁরাও প্রচার করুন সেই ভয়াবহতার। সোমবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রস্তাব দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। দলে তৃণমূলের প্রতিনিধি থাকার বিষয় অবস্থান স্পষ্ট করে অভিষেক জানান, ‘‘কেন্দ্র এখন যদি পাঁচজনের নাম চায় আমরা এক ঘণ্টার মধ্যে দিয়ে দেব। কিন্তু সেটা ঠিক করবে তৃণমূলই। কেন্দ্র নয়।’’

অভিষেক জানান, সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে কেন্দ্রের কেউই দলের সঙ্গে যোগাযোগ করেনি। খবর রটিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নাকি প্রতিনিধি দল পাঠাতে চায় না। ঘটনা হল, তৃণমূল শুধু যে পাঠাতেই চায় তাই নয়, প্রয়োজন পাঁচ জনকে পাঠাবে। কিন্তু কেন্দ্রকে তো জানাতে হবে। কেন্দ্র কখনও ঠিক করতে পারতে পারে না অন্য দলের কোন সাংসদরা যাবেন। অভিষেকের কথায়, “তৃণমূল অবশ্যই প্রতিনিধি পাঠাবে। কিন্তু চাইলে, তবে তো পাঠাবে। ধরে নিন, তৃণমূলের কাছে ৫ জন এমন লোক আছে, যাঁরা দেশের জন্য় বলতে পারবে। তাঁকেই তো পাঠাবে”। তিনি বলেন, ‘‘কেন্দ্র এখন যদি পাঁচ জনের নাম চায় আমরা এক ঘণ্টার মধ্যে দিয়ে দেব। তাতে ইউসুফের নাম থাকতে পারে, না-ও পারে। কিন্তু সেটা ঠিক করবে তৃণমূলই। কেন্দ্র নয়।’’

এর পরেই অভিষেক নীতিগত একটি প্রশ্ন তোলেন। বলেন, ‘‘আমরা যদি ঐকমত্যে পৌঁছোতে পারি, সর্বসম্মত সিদ্ধান্ত হয়, তা হলে সাংসদদের পরিবর্তে পাঠানো উচিত শহিদ পরিবারের সদস্যদের, যাঁরা বেঁচে ফিরে এলেন তাঁদের। সেনাবাহিনীর যাঁরা সামনে থেকে ‘অপারেশন সিন্দুর’-এর নেতৃত্ব দিয়েছেন, তাঁদের পাঠানো হোক। তাঁরাই রাতের পর রাত জেগে থেকে ভারতবাসীকে নিশ্চিন্তে ঘুমোনোর সুযোগ করে দিয়েছেন।’’

আরও পড়ুন – সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...