Friday, May 23, 2025

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা নয়, তাদের পাশে দাঁডানোরই বার্তা দিয়েছেন লখনউয়ের এই কর্ণধার। সামনে এখনও দুটো ম্যাচ রয়েছে। সেটা জিতেই গর্বের সঙ্গে এবারের আইপিএল যাত্রাটা শেষ করার বার্তা লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)।

এবারের আইপিএলে প্রায় ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়কের পদেও বসানো হয়েছিল ঋষভ পন্থকে। কিন্তু এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়ে নানান সমালোচনাও চলছে। যদিও সঞ্জীব গোয়েঙ্কা অবশ্য এসব নিয়ে মুখ খোলেননি। গত মরসুমে কেএল রাহুলের ব্যর্থতার পর বিরক্ত প্রকাশ করলেও, এবার অবশ্য তেমন কিছু হয়নি। বরং দলের খারাপ পারফরম্যান্সের পর পন্থ সহ বাকি ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা।

সোশ্যাল মিডিয়াতে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, “মরসুমের এই দ্বিতীয় পর্বটা সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখান থেকেই অনেককিছু শেখার মতো রয়েছে। পরিশ্রম, স্পিরিট এবং এক্সিলেন্স আমাদের অনেককিছু রসদ জুগিয়েছে। আর দিটো ম্যাচ বাকি রয়েছে আমাদের। সেখানেই আরও শক্তিশালী ও গর্বের সঙ্গে যাত্রা শেষ করতে হবে”।

এবারের লখনউ সুপারজায়ান্টস একেবারেই আশানারূপ পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে ঋষভ পন্থকে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও তিনিও ব্যর্থই হয়েছেন। এই মুহূর্তে সাত নম্বর পজিশনে রয়েছে লখনউ সুপার জায়ান্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...