Friday, December 5, 2025

প্লেঅফের আশা শেষ হওয়ার পরই ঋষভদের উদ্দেশ্যে বার্তা সঞ্জীব গোয়েঙ্কার

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের(SRH) কাছে হারের পরই এবারের মতো আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ লখনউ সুপার জায়ান্টসের(LSG)। এরপরই দলের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা নয়, তাদের পাশে দাঁডানোরই বার্তা দিয়েছেন লখনউয়ের এই কর্ণধার। সামনে এখনও দুটো ম্যাচ রয়েছে। সেটা জিতেই গর্বের সঙ্গে এবারের আইপিএল যাত্রাটা শেষ করার বার্তা লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার(Sanjiv Goenka)।

এবারের আইপিএলে প্রায় ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়কের পদেও বসানো হয়েছিল ঋষভ পন্থকে। কিন্তু এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়ে নানান সমালোচনাও চলছে। যদিও সঞ্জীব গোয়েঙ্কা অবশ্য এসব নিয়ে মুখ খোলেননি। গত মরসুমে কেএল রাহুলের ব্যর্থতার পর বিরক্ত প্রকাশ করলেও, এবার অবশ্য তেমন কিছু হয়নি। বরং দলের খারাপ পারফরম্যান্সের পর পন্থ সহ বাকি ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা।

সোশ্যাল মিডিয়াতে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, “মরসুমের এই দ্বিতীয় পর্বটা সত্যিই খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেখান থেকেই অনেককিছু শেখার মতো রয়েছে। পরিশ্রম, স্পিরিট এবং এক্সিলেন্স আমাদের অনেককিছু রসদ জুগিয়েছে। আর দিটো ম্যাচ বাকি রয়েছে আমাদের। সেখানেই আরও শক্তিশালী ও গর্বের সঙ্গে যাত্রা শেষ করতে হবে”।

এবারের লখনউ সুপারজায়ান্টস একেবারেই আশানারূপ পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে ঋষভ পন্থকে নিয়ে প্রত্যাশা অনেক থাকলেও তিনিও ব্যর্থই হয়েছেন। এই মুহূর্তে সাত নম্বর পজিশনে রয়েছে লখনউ সুপার জায়ান্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...