Wednesday, May 21, 2025

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

Date:

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের উপর নজরদারির লক্ষ্যে মঙ্গলবার মানিকতলা ও বাগমারী বাজারে যৌথ অভিযান চালান টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

পরিদর্শনের সময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে পণ্যের দাম ও ওজন নিয়ে আলোচনা করেন আধিকারিকরা। টাস্ক ফোর্সের সদস্যদের পর্যবেক্ষণ অনুযায়ী, পরিদর্শনের সময়ে বিক্রেতারা নির্দিষ্ট একদাম বললেও, পরে সেই দাম বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই অনিয়ম রুখতেই প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে।

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্র নাথ কোলে জানান, আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বাজারে দাম বাড়লেও রাজ্য সরকার নিশ্চিত করতে চাইছে, মূল্যবৃদ্ধি যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়। সেই কারণেই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। আর এক সদস্য কমল দে বলেন, “এই অভিযান কোনও বিক্রেতাকে চাপে ফেলার জন্য নয়, বরং বাজারে স্বাভাবিক ও যুক্তিসঙ্গত দাম বজায় রাখার জন্যই এই তৎপরতা।”

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক জানান, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও সমিতির যৌথ উদ্যোগে বাজারে নিয়মিত তদারকি হয়। এর ফলে মানিকতলা বাজারে তুলনামূলকভাবে দাম স্থিতিশীল থাকে। এদিন মানিকতলা বাজার পরিদর্শনের পর টাস্ক ফোর্সের দল বাগমারী বাজারেও যান। সেখানেও পণ্যের দাম ও বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাজার করতে পারেন এবং কেউ যেন অযৌক্তিক মুনাফা না করতে পারেন।

আরও পড়ুন – জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...

আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর জন্য দিঘার জগন্নাথ ধামে যাত্রা এবার আরও সহজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ড থেকে...
Exit mobile version