Friday, August 22, 2025

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

Date:

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের উপর নজরদারির লক্ষ্যে মঙ্গলবার মানিকতলা ও বাগমারী বাজারে যৌথ অভিযান চালান টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

পরিদর্শনের সময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে পণ্যের দাম ও ওজন নিয়ে আলোচনা করেন আধিকারিকরা। টাস্ক ফোর্সের সদস্যদের পর্যবেক্ষণ অনুযায়ী, পরিদর্শনের সময়ে বিক্রেতারা নির্দিষ্ট একদাম বললেও, পরে সেই দাম বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই অনিয়ম রুখতেই প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে।

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্র নাথ কোলে জানান, আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বাজারে দাম বাড়লেও রাজ্য সরকার নিশ্চিত করতে চাইছে, মূল্যবৃদ্ধি যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়। সেই কারণেই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। আর এক সদস্য কমল দে বলেন, “এই অভিযান কোনও বিক্রেতাকে চাপে ফেলার জন্য নয়, বরং বাজারে স্বাভাবিক ও যুক্তিসঙ্গত দাম বজায় রাখার জন্যই এই তৎপরতা।”

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক জানান, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও সমিতির যৌথ উদ্যোগে বাজারে নিয়মিত তদারকি হয়। এর ফলে মানিকতলা বাজারে তুলনামূলকভাবে দাম স্থিতিশীল থাকে। এদিন মানিকতলা বাজার পরিদর্শনের পর টাস্ক ফোর্সের দল বাগমারী বাজারেও যান। সেখানেও পণ্যের দাম ও বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাজার করতে পারেন এবং কেউ যেন অযৌক্তিক মুনাফা না করতে পারেন।

আরও পড়ুন – জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version