Wednesday, August 27, 2025

‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেক, মনোনীত করলেন তৃণমূল সভানেত্রী

Date:

মাদার পার্টিকে না জানিয়েই প্রতিনিধি বেছেছে কেন্দ্র। পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর প্রেক্ষিতে দলনেত্রীকে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। প্রতিনিধি দলে অভিষেকের নাম মনোনীত করেন দলনেত্রী মমতা।

পহেলগাম হামালা ও পরবর্তী সংঘর্ষের প্রেক্ষিতে পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সম্প্রতি সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা পেশ করে কেন্দ্র। সেখানে একটি প্রতিনিধি দলে রাখা হয় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে। কিন্তু পরে দলের তরফে থেকে জানানো হয়েছে ইউসুফ যাচ্ছেন না। এই বিষয়ে সোমবার তৃণমূল সভানেত্রী বলেন, মাদার পার্টির কাছে এই প্রতিনিধি দলে নাম পাঠানোর বিষয়ে কেন্দ্রের তরফে কোনও অনুরোধ আসেনি। উষ্মা প্রকাশ করে মমতা বলেন, এখন তারা (কেন্দ্র) রাজনৈতিক দলকে না জানিয়ে সংসদীয় কমিটিতে জানাচ্ছে। তৃণমূল নেত্রী স্পষ্ট জানান, “তারা নিজেরাই সদস্যের নাম নির্ধারণ করতে পারে না। এটি তারা অনুমোদন করছেন না। কোন প্রতিনিধি যাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। যদি তারা অনুরোধ করে তবে মাদার পার্টি প্রথা অনুসারে সিদ্ধান্ত নেবে।” অভিষেকও জানান, “কেন্দ্র এখন যদি পাঁচজনের নাম চায় আমরা এক ঘণ্টার মধ্যে দিয়ে দেব। কিন্তু সেটা ঠিক করবে তৃণমূলই। কেন্দ্র নয়।”
আরও খবর: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তমলুক ও দুর্গাপুরে নয়া কোর কমিটি আইএনটিটিইউসির

এই পরিস্থিতিতে বিষয়টির গুরুত্ব বুঝে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিরেণ রিজিজু। সেখানেই দলনেত্রী প্রতিনিধি দলে অভিষেকের নাম জানান। এর পরেই এই খবর জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “’অপারেশন সিঁদুর’ নিয়ে সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র নাম মনোনীত করলেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী Mamata Banerjee”।


Related articles

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপের, খুলল কন্ট্রোল রুম

পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত সজাগ থাকে বিদ্যুৎ দফতর। উৎসবের দিনে ছুটি না নিয়েই কাজ করেন দফতরের কর্মীরা।...
Exit mobile version