Saturday, November 15, 2025

ভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিনা শুল্কে নেপালের ভেজাল চা আমদানি হচ্ছে। দার্জিলিং চায়ের(Darjeeling Tea) ব্র্যান্ডিং নষ্ট করছে। নেপালের বেলায় ট্যাক্স নেই, এদিকে আমাদের বেলায় ট্যাক্স! এই ভেজাল চায়ের(Duplicate Tea) আমদানি রুখতে সীমান্তে টেস্টিং মেশিন(Tasting Machine) বসানো হবে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

নেপালের ভেজাল চা আমদানির প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, ওরা চা রফতানির ওপর কোনও ‘চার্জ’ দেয় না, তা হলে আমরা কেন দেব? আমি লেবার ডিপার্টমেন্টকে বলেছি ভালভাবে নজর রাখতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ওরা মিশিয়ে দিচ্ছে, ৪০ শতাংশ এক্সপোর্ট করছে বিনা পয়সায়। ওতে দার্জিলিং চায়ের ব্র্যান্ড নষ্ট হচ্ছে। ওরা বিনাপয়সায় ব্যবসা করবে, আমাদের কর দিতে হবে এটা কিন্তু ভুল। এটা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এটা উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। এর পাশাপাশি চা-বাগানের উন্নয়ন নিয়েও বলেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও বন্ধ চা-বাগান খোলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে ৮টি এবং জলপাইগুড়িতে ৭টি চা-বাগান ইতিমধ্যে খোলা হয়েছে। এছাড়াও চা-বাগানে এলাকায় মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয়। ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে। কুড়িটির নির্মাণকাজ শেষ হয়েছে। ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে। স্কুলবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

চা-বাগানের উন্নয়ন
১) আলিপুরদুয়ারে ৮টি ও জলপাইগুড়ির ৭টি বন্ধ বাগান খুলেছে।
২) বাগান এলাকায় প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে।
৩) ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে।
৪) ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে।
৫) শ্রমিক-সন্তানদের জন্য স্কুলবাসের ব্যবস্থা।

spot_img

Related articles

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...

দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিংয়ের কাজ, ব্লু লাইনে মেট্রো চলছে বরাহনগর পর্যন্ত

সকাল সকাল ব্যাহত মেট্রো পরিষেবা (Metro Service Interrupted)। মেট্রো চলছে শহিদ ক্ষুদিরাম থেকে বরাহনগর পর্যন্ত। ব্লু লাইনে দক্ষিণেশ্বর...

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...