Thursday, May 22, 2025

ভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

Date:

বিনা শুল্কে নেপালের ভেজাল চা আমদানি হচ্ছে। দার্জিলিং চায়ের(Darjeeling Tea) ব্র্যান্ডিং নষ্ট করছে। নেপালের বেলায় ট্যাক্স নেই, এদিকে আমাদের বেলায় ট্যাক্স! এই ভেজাল চায়ের(Duplicate Tea) আমদানি রুখতে সীমান্তে টেস্টিং মেশিন(Tasting Machine) বসানো হবে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

নেপালের ভেজাল চা আমদানির প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) বলেন, ওরা চা রফতানির ওপর কোনও ‘চার্জ’ দেয় না, তা হলে আমরা কেন দেব? আমি লেবার ডিপার্টমেন্টকে বলেছি ভালভাবে নজর রাখতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ওরা মিশিয়ে দিচ্ছে, ৪০ শতাংশ এক্সপোর্ট করছে বিনা পয়সায়। ওতে দার্জিলিং চায়ের ব্র্যান্ড নষ্ট হচ্ছে। ওরা বিনাপয়সায় ব্যবসা করবে, আমাদের কর দিতে হবে এটা কিন্তু ভুল। এটা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এটা উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। এর পাশাপাশি চা-বাগানের উন্নয়ন নিয়েও বলেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও বন্ধ চা-বাগান খোলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে ৮টি এবং জলপাইগুড়িতে ৭টি চা-বাগান ইতিমধ্যে খোলা হয়েছে। এছাড়াও চা-বাগানে এলাকায় মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয়। ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে। কুড়িটির নির্মাণকাজ শেষ হয়েছে। ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে। স্কুলবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

চা-বাগানের উন্নয়ন
১) আলিপুরদুয়ারে ৮টি ও জলপাইগুড়ির ৭টি বন্ধ বাগান খুলেছে।
২) বাগান এলাকায় প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে।
৩) ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র করা হচ্ছে।
৪) ৯৪টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে।
৫) শ্রমিক-সন্তানদের জন্য স্কুলবাসের ব্যবস্থা।

Related articles

প্রয়োজনে মুখ্যসচিবের নেতৃত্বে দিল্লিতে টিম! নায্য পাওনা আদায়ে এবার কড়া অবস্থানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা জুড়ে চলছে উন্নয়নের জোয়ার। কেন্দ্র বাংলার প্রাপ্য দেয়নি। এমনকী বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে...

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার...

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...
Exit mobile version