Wednesday, May 21, 2025

বর্ষার আগেই বিপর্যয় রুখতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ক্ষোভ ভূটানের জল ছাড়া নিয়ে

Date:

বর্ষার সময় ভারী বৃষ্টি আর অন্যান্য রাজ্য ও দেশ থেকে ছাড়া জলে বানভাসি উত্তরবঙ্গ (North Bengal)। সেই কারণে বর্ষার আগেই বিপর্যয় রুখতে প্রশাসনকে প্রস্তুত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে বর্ষার আগে বিপর্যয় রুখতে প্রশাসনকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তবে উত্তরবঙ্গের পাশাপাশি সারারাজ্যেই বর্ষার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয়। এর বিরুদ্ধেও এদিন সরব হন মমতা।

ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয়। সেই নিয়েও এদিন সরব হন মমতা। কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বন্যা মোকাবিলায় বাংলার বঞ্চনার অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে বাংলা ডোবে। বন্যা মোকাবিলায় কেন্দ্র টাকা দেয় না।” উত্তরবঙ্গে একাধিক জেলায় দিন কয়েক ধরেই ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দুর্যোগের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে এই পরিস্থিতিতে প্রশাসন আরও সজাগ রয়েছে। দুর্যোগ রুখতে জেলাশাসক, পুলিশ সুপারদের টিম তৈরির নির্দেশ দিয়েছেন। বন্যার আগে কাজ শেষ করার বিষয়েও জোর দেন মুখ্যমন্ত্রী।
আরও খবর: রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, পুলিশ-প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ

আত্রেয়ীর বাঁধ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, বাঁধ ভাঙার জন্য তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কেন বাঁধ ভাঙল, তা নিয়ে ডিএম এর কাছেও জবান চান মুখ্যমন্ত্রী।

Related articles

সুকান্তর স্ত্রীর ২ জায়গার ভোটার কার্ড! অভিযোগ রাষ্ট্রপতি থেকে জাতীয় নির্বাচন কমিশনে 

ভুয়ো ভোটার তালিকা নিয়ে যাঁরা রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, সেই সেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta...

বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

বালোচ জঙ্গিদের নিশানায় এবার পাকিস্তানের স্কুল পড়ুয়ারা। সেনা সম্পর্কিত সব ক্ষেত্রকেই যে বালোচের স্বাধীনতাকামী জঙ্গিরা নিশানা করতে চলেছে,...

উইমেন ফর ট্রি: এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান 

বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে রাজ্যে শুরু হচ্ছে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযান। কেন্দ্রীয় সরকারের 'এক পেঢ়ি এক মা...

নন্দাকুমার ও নিশুকে ছেড়ে দেওয়ার পথে ইস্টবেঙ্গল

আসন্ন মরসুম শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গলকে(Eastbengal) সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে যেমন বহু বদল আনছে...
Exit mobile version