Monday, August 25, 2025

দেখা করতে চান চাকরিহারারা, খোলা চিঠি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে

Date:

সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। তাঁদের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের পক্ষ থেকে আইনি লড়াই লড়ছেন। আবার প্রতি মাসের বেতনও বহাল রেখেছেন শিক্ষকদের। অশিক্ষক কর্মচারীদের (Group C, D) জন্য ব্যবস্থা করেছেন ভাতার। তারপরও চাকরিহারাদের একাংশ ধরনায় বসে রাম-বামেদের উসকানিতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।

এরপরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য্য ধরার বার্তা দিয়েছেন, চাকরিহারাদের পাশে থেকেছেন। এমতাবস্থায় চাকরিহারারারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) চিঠি লিখে দেখা করার প্রস্তাব দিলেন। বিকাশ ভবনের সামনে ধরনা চলাকালীনই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি লিখে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলেন চাকরিহারারা। দাবি জানালেন, পরীক্ষার পথে না হেঁটেই যাতে চাকরি সুনিশ্চিত করা যায়, সেবিষয়ে। শিক্ষক ও অশিক্ষক কর্মীরা মূলত এই মর্মেই আলোচনা করতে চাইছেন।

যোগ্য শিক্ষক চাকরিহারা মঞ্চের তরফে সোমবার রাতে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মেল করা হয়েছিল। সেখানেও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। সেজন্য বুধবার বিকেলে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন। এবার আন্দোলনকারীদের আরেকটি দল খোলা চিঠি লিখে আলোচনা চাইলেন। তাঁদের বিশ্বাস, সরকারের সঙ্গে আলোচনায় বসলেই সমাধানসূত্র মিলবে।

সুপ্রিম কোর্ট (Supreme Court) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হয়। রাজ্যের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট পরে জানায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। তাঁদের ভাতার ব্যবস্থা করে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। তাই বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Related articles

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...
Exit mobile version