পুরনো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল(Indian Football Team)। সামনে একটা প্রস্তুতি ম্যাচ এবং এশিয়া কাপ যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ রয়েছে। সেখানেই নামার আগে এখন অতি সাবধানী মেন ইন ব্লুজ ব্রিগেড। গত ১৯ মে থেকে কলকাতায় তারই প্রস্তুতি শুরু হয়েছে ভারতীয় ফুটবলারদের। এই দুটো ম্যাচের আগেই অত্যন্ত সাবধানী ভারতীয় শিবির। গোল করতে যেমন হবে তেমন গোল বাঁচাতেও হবে। প্রস্তুতি শুরুর পর এমনই বার্তা এই মুহূর্তে ভারতের সেরা ডিফেন্ডার শুভাশিস বোসুর(Subhasis Bose)।

মোহনবাগানের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শুভাশিস বোসু(Subhasis Bose)। এবারের আইএসএলে গোল বাঁচানোর পাশাপাশি গোল করারও রেকর্ড রয়েছে শুভাশিসের(Subhasis Bose)। ফেডারেশের বর্ষসেরা ফুটবলারও হয়েছেন তিনি। মোহনবাগানের(Mohun Bagan) জার্সতে যে পারফরম্যান্স দেখিয়েছেন, সেটাই এবার দেশের জার্সিতেও দেখাতে চান শুভাশিস বসু। সেইসঙ্গে সুনীল ছেত্রীর(Sunil Chetri) থাকাটা যে তাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে সেটাও বলতে দ্বিধা নেই এই বঙ্গ তনয়ের।

শুভাশিস বসু(Subhasis Bose) জানিয়েছেন, “শেষ কয়েকটি ম্যাচে অবশ্যই আমরা কয়েকটা ভুল ভ্রান্তি করে ফেলেছি। এখন অবশ্য সেই ভুল গুলো শুধরানোর দিকেই সবচেয়ে বেশি নজর রয়েছে আমাদের। সেই কাজই আমরা করে চলেছি প্রস্তুতিতে। আগামী দুটো ম্যাচের আগে সেই জায়গা গুলোতেই আরও উন্নতির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। কোচের সঙ্গেই সেই সমস্ত জায়গা গুলো নিয়ে আলোচনা হয়েছে”।

The work begins! 👊🇮🇳#BlueTigers #IndianFootball ⚽ pic.twitter.com/M4INPnIXCI
— Indian Football Team (@IndianFootball) May 20, 2025
শুভাশিস আরও জানিয়েছেন, “আমার বিশ্বাস রয়েছে আমাদের দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যারা গোল করতে সক্ষম। এছাড়া সুনীল ছেত্রী ফিরে এসেছেন। আমি নিশ্চিত আমরা যেমন গোল করব তেমন আবারও গোল খাবও না”।

প্রথম দিন থেকেই জোর কদজমে প্রস্তুতি শুরু করে দিয়েছে মানলো মার্কুয়েজের ছেলেরা। শেষ কয়েকটি ম্যাচে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দলের ফুটবলাররা। এই মুহূর্তে সেই জায়গা গুলো নিয়েই চলছে নানন পরীক্ষা নীরিক্ষা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

–
–

–
–

–

–

–

–

–

–
