বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে রাজ্যে শুরু হচ্ছে এক বিশেষ বৃক্ষরোপণ অভিযান। কেন্দ্রীয় সরকারের ‘এক পেঢ়ি এক মা কে নাম’ কর্মসূচির আওতায় ‘উইমেন ফর ট্রি’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলাদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে।

পুর ও নগরোন্নয়ন দফতরের সূত্রে জানা গিয়েছে, ৫ জুন থেকে রাজ্যের ১০টি পুরসভায় এই কর্মসূচি চালু হচ্ছে। পুরসভাগুলিকে সরকারি জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে এই বৃক্ষরোপণ করা হবে। গাছ রোপণের পর আগামী দুই বছর ধরে সেই গাছগুলির পরিচর্যার জন্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি মহিলারাও বাড়তি উপার্জনের সুযোগ পাবেন।

প্রকল্পে আপাতত পাঁচটি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে— পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান। পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম, উত্তর দমদম, দমদম, নিউ বারাকপুর, ডায়মন্ডহারবার, ইংলিশবাজার, জঙ্গিপুর, বাঁশবেড়িয়া ও কোন্নগর-সহ মোট ১০টি পুরসভা এই অভিযানে অংশ নিচ্ছে।

২০২৭ সাল পর্যন্ত এই কর্মসূচি চলবে। যত গাছ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রোপণ করবেন, তার পরিচর্যার দায়িত্বও তাঁদেরই থাকবে। প্রকৃতির প্রতি এই দায়িত্ববোধ ও কর্মযজ্ঞ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – পুরোনো ওয়াকফের রেজিস্ট্রেশন প্রসঙ্গ: সুপ্রিম কোর্টে ব্যাখ্যা কেন্দ্রের

_
_

_
_

_

_

_

_

_

_
