Sunday, August 24, 2025

আমন্ত্রণ থাকা সত্ত্বেও পার্বতী বাউলকে ঢুকতে দিল না আমেরিকা

Date:

Share post:

বিশ্বমঞ্চে অপমানিত বিশ্বখ্যাত বাংলার বাউল শিল্পী। আমন্ত্রণ থাকা সত্ত্বেও পার্বতী বাউলকে (Parvathy Baul) নিজেদের দেশে ঢুকতে দিল না আমেরিকা। সানফ্রান্সিসকো বিমানবন্দর (San Francisco International Airport) থেকেই ফিরিয়ে দেওয়া হয় শিল্পীকে। ঘটনাটি ঘটেছে গত ১৮ মে, রবিবার। পার্বতী জানান,অনুষ্ঠান সংক্রান্ত বৈধ ভিসা থাকা সত্ত্বেও শুধুমাত্র সন্দেহের বশে তাঁকে আমেরিকা থেকে ফিরিয়ে দেওয়া হল। শুধু তাই নয়, আগামী পাঁচ বছর যাতে আর ও দেশে যেতে না পারি, সেই সংক্রান্ত নিষেধাজ্ঞাও চাপিয়ে দেওয়া হয়েছে শিল্পীর উপর। জর্জ ব্রুকসের সঙ্গে পার্বতীর যুগলবন্দির দেখার সুযোগ পেলেন না অনুরাগীরা। ক্ষুব্ধ বাংলার সঙ্গীত মহল।

সহজ সাধনার সরল কথায় প্রাণঢালা উদাসী সুরে সকলের মনে বাউল শিল্পী হিসেবে আলাদা জায়গা করে নিয়েছেন পার্বতী। দেশে বিদেশে তাঁর অনুষ্ঠান দেখতে ভিড় জমান অনুরাগীরা। এর আগে বহু বার তিনি আমেরিকায় অনুষ্ঠান করেছেন। কোনও বার কোনও অসুবিধা হয়নি। তবে এবার বিশ্বমঞ্চে অপমানিত হতে হল তাঁকে। বাউল শিল্পীর কথায়, “ভিত্তিহীন কারণে আমাদের অনুষ্ঠান বাতিল করতে হল। যে আধিকারিক সীমান্তে অভিবাসন সংক্রান্ত কাজ দেখছিলেন, তাঁর সন্দেহ হয়, আমি আমেরিকায় থেকে যেতে পারি জীবিকার কারণে। শুধুমাত্র এই সন্দেহের বশেই আমাকে ঢুকতে দিতে অস্বীকার করে প্রশাসন। এই সন্দেহ একটা বড় অস্ত্র।” এয়ারপোর্ট থেকেই পার্বতী যোগাযোগ করেন আমেরিকার এক অ্যাটর্নির সঙ্গে। তিনিও সাফ জানিয়েছেন, কাগজপত্র সংক্রান্ত কোনও বিচ্যুতি ছিল না। পার্বতীর কথায়, “গত ২৫ বছর ধরে বাউল গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছি। কোনও দিন এমন ঘটনা ঘটেনি।” এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলে শিল্পীর অভিযোগ। আগামী ৫ বছরের জন্য আমেরিকায় যেতে পারবেন না তিনি। অনেকের মতে ট্রাম্পের অভিবাসন নীতির মাশুল দিতে হচ্ছে সঙ্গীত শিল্পী ও অনুরাগীদের। কনসার্ট না করতে পারার আক্ষেপ তো আছেই কিন্তু তাঁর চেয়েও বেশি পার্বতীর খারাপ লাগার, ফেমাস বা পরিচিতদের সঙ্গে যদি এমনটা হয় তাহলে সাধারণ মানুষ না জানি কত সমস্যায় পড়তে চলেছেন।

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...