পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে ভূস্বর্গে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। ভারত- পাক সংঘর্ষ বিরতির মাঝেই অপারেশন কেল্লারের পর এবার অপারেশন ত্রাশি (Operation Trashi)। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় সেনা জঙ্গির গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। এখনও দু-তিনজন জঙ্গলে লুকিয়ে আছেন বলে মনে করছে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

কাশ্মীর উপত্য়কায় গত দু সপ্তাহে অন্তত ৮ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে এদিন সকাল সাতটা নাগাদ সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালায় প্যারা এসএফ, সেনার ১১ আরআর, অসম রাইফেলস এবং এসওজি।পাল্টা গুলি চালায় সন্ত্রাসবাদীরাও। শেষ খবর পাওয়া অনুযায়ী নিহত হয়েছে দুই জঙ্গি। এর আগে জম্মু ও কাশ্মীরের পুলিশ কিস্তোয়ার এলাকায় সইফুল্লা, ফরমান, আদিল ও বাসা নামে তিন জঙ্গি লুকিয়ে থাকার খবর জানিয়ে ওই জঙ্গিদের ছবি প্রকাশ করেছিল। এমনকি সাধারণ মানুষ কোনও তথ্য দিলে তাঁদের ৫ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত জারি রয়েছে তল্লাশি অভিযান।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–
–