ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের সময় এই বিষয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, কোনও গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ বা পুরসভা নিজেদের মতো করে নাগরিকদের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করতে পারবে না। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরকে কড়া সতর্কবার্তা দেন। এরপর দুটি দফতর থেকেই সমস্ত জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে, যাতে নির্দেশিকা কঠোরভাবে কার্যকর হয়।

সরকারি অনুমতি ছাড়া কোনও পঞ্চায়েত বা পুরসভা ‘উন্নয়নের নামে’ স্থানীয়ভাবে কর তুললে তা সরাসরি সরকারি নির্দেশ অমান্য করার শামিল বলে বিবেচনা করা হবে। এ ধরনের পদক্ষেপ গ্রহণকারী পঞ্চায়েত বা পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন অংশে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত ও পুরসভা বেআইনিভাবে সাধারণ নাগরিকদের কাছ থেকে কর আদায় করছে বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই রাজ্য প্রশাসনের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। প্রশাসনের এই কঠোর অবস্থান জনমানসে স্বস্তি দিলেও, স্থানীয় স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরও নজরদারির প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ‘অভব্য’ আচরণ বিক্ষোভকারীদের! নিন্দা তৃণমূলের

_

_
_

_
_

_

_

_

_

_

_
