Thursday, August 21, 2025

পঞ্চদশ অর্থ কমিশন: কেন্দ্রের কাছে প্রথম কিস্তির ১,৭০০ কোটি টাকা দাবি রাজ্যের

Date:

চলতি অর্থবর্ষের শুরুতেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দের প্রথম কিস্তি হিসেবে কেন্দ্রের কাছে প্রায় ১,৭০০ কোটি টাকার দাবি জানাতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই যাবতীয় হিসেব ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে কেন্দ্রের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

গত অর্থবর্ষে কেন্দ্র থেকে পাওয়া বরাদ্দ অর্থ খরচের নিরিখে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পশ্চিমবঙ্গ। পানীয় জল, নিকাশি এবং পরিকাঠামো উন্নয়নে বরাদ্দকৃত অর্থ যথাযথ ভাবে ব্যয় হওয়ায় কেন্দ্রের তরফে সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। সেই সাফল্যের ভিত্তিতেই নতুন অর্থবর্ষে প্রথম দফার অর্থ দাবি জানাচ্ছে রাজ্য।

উল্লেখ্য, গত মার্চ মাসে কেন্দ্র দ্বিতীয় কিস্তির টাকা পাঠিয়েছিল, যার পরিমাণ ছিল ২,৫৪২.১৯ কোটি টাকা। এর মধ্যে ৭৯৭.৫৬ কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়েছে। বাকি ১,৭৪৪.৬৩ কোটি টাকার প্রকল্পের কাজ এখনও চলমান। এই বরাদ্দে ১,১২৭ কোটি টাকা ছিল শর্তাধীন, যা শুধুমাত্র পানীয় জল ও নিকাশি প্রকল্পে ব্যবহারযোগ্য। অন্যদিকে, ৬১৮ কোটি টাকা ছিল নিঃশর্ত বা আনটায়েড তহবিল।

তবে খরচের ক্ষেত্রে কিছু জেলা পিছিয়ে রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদে এখনও অব্যবহৃত রয়েছে ২২৪.৭৬ কোটি টাকা। এছাড়াও পুরুলিয়া ও মালদহ জেলাও খরচের দিক থেকে পিছিয়ে। প্রশাসনের শীর্ষ মহল সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলাগুলিকে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে ইতিমধ্যেই কড়া বার্তা পাঠানো হয়েছে। রাজ্য সরকারের আশা, দ্রুত কেন্দ্রীয় বরাদ্দের প্রথম কিস্তির টাকা মঞ্জুর হলে চলতি অর্থবর্ষে আরও বেশি উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

আরও পড়ুন – অমৃত ভারতের প্রকল্পের আওতায় রাজ্যের তিন স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন মোদির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version