Friday, November 14, 2025

খালি হাতে আসবেন না: রাজ্যে অমিত শাহর সফরের আগে দাবি তৃণমূলের 

Date:

Share post:

রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বাংলা সফর পাকা। আর সেখানেই বাংলার বকেয়ার দাবি পেশ রাজ্যের শাসকদলের। বাংলায় আসলে যেন রাজ্যের প্রাপ্য (dues) টাকা নিয়ে আসেন তাঁরা, এমনটাই জানালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

প্রথমে পাকা হয়েছিল বাংলায় নরেন্দ্র মোদির সফর। এবার ৩১ মে কলকাতায় অমিত শাহর (Amit Shah) সফরের প্রস্তুতি শুরু করল রাজ্য বিজেপি নেতৃত্ব। ৩১ মে রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর ১ জুন রয়েছে তাঁর ঠাসা কর্মসূচি। রাজ্যের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কর্মীদের জন্যও বার্তা দেবেন শাহ।

২০২১ সালের পর থেকে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেও বিজেপির ভাঁড়ার ক্রমশ নিম্নমুখী। এবারেও তার ব্যতিক্রম হবে না, দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। কিন্তু সেখানেই বাংলার বকেয়া মনে করিয়ে দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) আসছেন – এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে খালি হাতে আসছেন। খালি হাতে আসবেন কেন। বাংলার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বকেয়া (dues)।

দীর্ঘদিন ধরে রাজ্যের তরফ থেকে বকেয়া দাবি করেও মেলেনি। তারপরেও ২০২৬ নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে ফের ডেইলি প্যাসেঞ্জারির পরিকল্পনা বিজেপি নেতাদের। সেখানেই তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষের দাবি, শুধু কথা বলতে আসবেন না। বাংলা থেকে কর আদায় করে নিয়ে যাচ্ছেন। কিন্তু বাংলার প্রাপ্য দিচ্ছেন না। শুধু নাটক করতে আসবেন? শুধু সংলাপ বলতে আসবেন? খালি হাতে আসছেন কেন। বাংলার অধিকারের টাকা, কোনও দয়ার টাকা নয়। এলে বাংলার টাকা নিয়ে আসবেন। খালি হাতে নাটক করতে আসবেন না।

spot_img

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...