রাজ্যে ফের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বদের। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বাংলা সফর পাকা। আর সেখানেই বাংলার বকেয়ার দাবি পেশ রাজ্যের শাসকদলের। বাংলায় আসলে যেন রাজ্যের প্রাপ্য (dues) টাকা নিয়ে আসেন তাঁরা, এমনটাই জানালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

প্রথমে পাকা হয়েছিল বাংলায় নরেন্দ্র মোদির সফর। এবার ৩১ মে কলকাতায় অমিত শাহর (Amit Shah) সফরের প্রস্তুতি শুরু করল রাজ্য বিজেপি নেতৃত্ব। ৩১ মে রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর ১ জুন রয়েছে তাঁর ঠাসা কর্মসূচি। রাজ্যের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কর্মীদের জন্যও বার্তা দেবেন শাহ।

২০২১ সালের পর থেকে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেও বিজেপির ভাঁড়ার ক্রমশ নিম্নমুখী। এবারেও তার ব্যতিক্রম হবে না, দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। কিন্তু সেখানেই বাংলার বকেয়া মনে করিয়ে দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) আসছেন – এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে খালি হাতে আসছেন। খালি হাতে আসবেন কেন। বাংলার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা বকেয়া (dues)।

দীর্ঘদিন ধরে রাজ্যের তরফ থেকে বকেয়া দাবি করেও মেলেনি। তারপরেও ২০২৬ নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে ফের ডেইলি প্যাসেঞ্জারির পরিকল্পনা বিজেপি নেতাদের। সেখানেই তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষের দাবি, শুধু কথা বলতে আসবেন না। বাংলা থেকে কর আদায় করে নিয়ে যাচ্ছেন। কিন্তু বাংলার প্রাপ্য দিচ্ছেন না। শুধু নাটক করতে আসবেন? শুধু সংলাপ বলতে আসবেন? খালি হাতে আসছেন কেন। বাংলার অধিকারের টাকা, কোনও দয়ার টাকা নয়। এলে বাংলার টাকা নিয়ে আসবেন। খালি হাতে নাটক করতে আসবেন না।

–

–

–

–
–

–

–
–
–
–