Friday, May 23, 2025

আজ বিকেলেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণম! কিছুটা দোলাচলে পরিবার

Date:

আর হয়ত কয়েকঘণ্টার অপেক্ষা। তার পরেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kuman Shaw)। এমনটাই সূত্রের খবর। সব ঠিক থাকলে শুক্রবার বিকেল ৫টা নাগাদ তিনি বাড়ি ফিরবেন। যদিও তাঁর স্ত্রী রজনী সাউ ‘বিশ্ববাংলা সংবাদ’-কে জানিয়েছেন, ঠিক কখন পূর্ণম ফিরছেন, সে বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। সেই কারণে খুশির হলেও, কিছুটা দোলাচলে পরিবার।

এপ্রিল ২৩ কর্মরত অবস্থায় ভুল করে বর্ডার পেরিয়ে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম। ভারতের প্রবল কূটনৈতিক চাপে আটক জওয়ানকে ২২ দিন পর ফেরাতে বাধ্য হয় পাকিস্তান (Pakistan)। ১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। ফোনে, ভিডিও কলে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। কিন্তু তখনই বাড়ি ফিরতে পারেননি। স্বাস্থ্যপরীক্ষা, ও তাঁকে জিজ্ঞাসাবাদ করে মানসিকভাবে পূর্ণম কতটা ঠিক রয়েছেন তা খতিয়ে দেখা হয়। সেই পর্ব মিটতেই দেশে ফেরার ৯ দিনের মাথায় মে ২৩ বাড়ি ফিরছেন হুগলি রিষড়ার বাসিন্দা পূর্ণম সাউ (Purnam Kuman Shaw)। শুক্রবার বিকেল ৫টা নাগাদ তিনি বাড়ি ফিরছেন-এই খবর শুনেই খুশির হাওয়া পরিবার-সহ গোটা এলাকায়। বাবার সঙ্গে খেলার জন্য অধীর অপেক্ষায় ছেলে।

পূর্ণমের বাড়িতে আসার খবর চাউর হওয়ার পরই রিষড়ায় তাঁর বাড়ি এলাকায় যেন উৎসবের আবহাওয়া! খুশির জোয়ার পরিবার। স্ত্রী রজনী জানাচ্ছেন, এখন স্বামীর বাড়ি ফিরে আসার রয়েছেন তিনি। তবে, পূর্ণমের ফেরার বিষয়ে সেনাবাহিনী বা বিএসএফ-এর তরফ থেকে তাঁদের কিছু জানানো হয়নি বলে দাবি রজনীর। তাঁর কথায়, সংবাদ মাধ্যম থেকেই এই খবর জেনেছেন তাঁরা। আর পূর্ণমের কাছে ফোন না থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বাবা-মা বলছেন, ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরুক। তবে তাঁরা আগেই জানিয়ে রেখেছেন ছেলেকে ফের দেশরক্ষার কাজে পাঠাবেন। এখন ঘড়ির কাটা পাঁচটা ছোঁয়ার অপেক্ষায় পরিবার।

Related articles

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...

Apple-কে ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের! চাপ বাড়ল ভারতের

অ্যাপেলের (Apple) ফোন উৎপাদন করতে হবে আমেরিকাতেই। নাহলে গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক (tariff)! প্রকাশ্যে মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে...
Exit mobile version