Thursday, August 21, 2025

শুক্র- শনিতে বন্ধ আন্দামানের আকাশপথ, নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে ভারত! 

Date:

নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করে শুক্র ও শনিবার (২৩ – ২৪মে) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ (Flight operations in Andaman and Nicobar Islands suspended)! বঙ্গোপসাগর এলাকায় ফের বড়সড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত, বাড়ছে জল্পনা। যদিও সরকারের তরফে এখনও কী ধরনের, কত শক্তিশালী অস্ত্র পরীক্ষা হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির (India Pakistan ceasefire) মাঝেই এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার (Missile Test) প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল শুক্রবার সকাল সাতটা থেকে আন্দামান-নিকোবর এলাকায় যেকোনো উচ্চতায় বিমান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুসারে ৫০০-৫১০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেক্ষেত্রে যাত্রীবাহী বিমানের জন্য বিকল্প পথ খুঁজে বের করতে হবে। কিন্তু তা না মেলায় পুরোপুরি আকাশ পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। এতে বিভিন্ন এয়ারলাইন্স সমস্যায় পড়েছে। এমনিতেই পাকিস্তানে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেকটা ঘুরে আসতে হচ্ছে, তার সঙ্গে আবার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা জুড়েও যদি বিমান না যায় তাতে কানেক্টিং ফ্লাইটেও দীর্ঘ সময় যাত্রা করতে হবে বলে মনে করছে বিভিন্ন এয়ারওয়েজ কোম্পানিগুলি। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটুকু জানা যাচ্ছে শনিবারের আগে এই নিষেধাজ্ঞা উঠবে না। ফলে ৯টি আন্তর্জাতিক উড়ানপথ বন্ধ থাকছে। এমনিতেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের আধুনিকোত্তর যুগের ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থল। ব্রহ্মস কিংবা আকাশ থেকে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখানেই হয়েছিল। তবে সপ্তাহান্তে কোন ক্রুজ মিসাইলের শক্তি খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা তা এখনও জানা যায়নি।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version