Thursday, August 21, 2025

বিরাট কোহলি(Virat Kohli) এবং রোহিত শর্মা(Rohit Sharma) পরপর টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। বিশেষ করে এই বিষয়ে সবচেয়ে বেশি যাঁর নাম শোনা যাচ্ছিল তিনি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। অনেকেই বলতে শুরু করেছিলেন যে দুই তারকার হঠাৎ এমন অবসরের পিছনে নাকি গম্ভীরেরই হাত রয়েছে। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির হঠাৎ অবসরের পিছনে তাঁর তো নয়ই, এমনকি নির্বাচকদেরও যে কোনও ভূমিকা নেই তা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। এই সিদ্ধান্ত যে দুই তারকারই একান্ত নিজস্ব তা বলতে কোনও দ্বিধা নেই গৌতম গম্ভীরের। এর পিছনে অবেকেই তাঁর কাঁধে দায় দিলেও, গৌতম গম্ভীর যে কোনও কিছুতেই নেই তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর থেকেই গম্ভীরের সমালোচনায় মুখর হয়েছিলেন নেটিজেনরা।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাতকারে গৌতম গম্ভীর জানিয়েছেন, “আমার মনে হয় যখন তুমি খেলা শুরু করছ এবং খেলা ছাড়ার কথা ভাবছ, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক সহ অন্য কারোর সেখানে তাঁকে বলার অধিকার নেই যে কখন তিনি অবসর নেবেন। এটা একেবারেই তাঁর সিদ্ধান্ত। তবে হ্যাঁ আমরা দুজন অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটারদের ছাড়া খেলতে নামব। তবে আমি আবার বিশ্বাস করি যে এটা অন্য কোনও ক্রিকেটারের কাছে নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ”।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। এই সফর দিয়েই আবার শুরু হবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা। সেখানেই এবার বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা নেই। চ্যালেঞ্জটা যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। কোচ গম্ভীর সেটাই কেমনভাবে সামাল দেন সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version