পহেলগামে পাক জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তান বিরোধী বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের তরফ থেকে নেওয়া হয়েছে। সেই পদক্ষেপে এবার রাজস্থানে বদলে ফেলা হল একাধিক মিষ্টির নাম। জয়পুরে (Jaipur) এবার থেকে আর পাওয়া যাবে না মাইসোর পাক (Mysore Pak) বা মোতি পাক।
কন্নড় (Kannad) ভাষায় পাক (Pak) শব্দ মিষ্টি অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এখন পাক শব্দেই আপত্তি রাজস্থানের। তাই যতই মিষ্টতা থাকুক, থাকবে না পাক। সিদ্ধান্ত মিষ্টি প্রস্তুতকারকদের।
জয়পুর তথা রাজস্থানে (Rajasthan) পাকের মিষ্টি খুবই জনপ্রিয়। শুকনো ফল ও চিনির রসে মিশিয়ে তৈরি পাক মিষ্টি এবার নাম বদলে গেল সেই জয়পুরেই (Jaipur)। বিক্রেতাদের দাবি, পাক শব্দ থাকবে না কোনও জিনিসেই। সেই জন্য এবার থেকে মাইসোর পাক হল মাইসোর শ্রী আর মোতি পাক হল মোতি শ্রী।
–
–
–
–
–
–
–
–
–
–
–