চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল শ্রম দফতর (Department of Labour)। বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা এপ্রিল, ২০২৫ থেকে গ্রুপ সি শিক্ষাকর্মীদের (Group-C staffs) মাসে ২৫ হাজার টাকা ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের (Group-D staffs) মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। যে শিক্ষাকর্মী যে জেলায় কর্মরত ছিলেন, সেখানকার ডিআই (DI) অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।
সেই আবেদনপত্র যাবে শিক্ষা দফতরে। সেখান থেকে আবেদনপত্রটি পাঠানো হবে শ্রম দফতরে (Department of Labour)। এই আবেদনপত্রগুলি খতিয়ে দেখার জন্য স্ক্রিনিং কমিটি তৈরি করেছে শ্রম দফতর। এই কমিটির চেয়ারম্যান হলেন শ্রম কমিশনার। এছাড়াও থাকবেন শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব স্তরের আধিকারিক এবং অতিরিক্ত শ্রম কমিশনার।
আবেদনপত্র খতিয়ে দেখে এই কমিটি ভাতা (allowance) দেওয়ার কাজ শুরু করবে। প্রসঙ্গত, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের এই মুহুর্তে যাতে সংসার চালাতে অসুবিধে না হয় তার জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এর জন্য রাজ্য সরকারের তরফে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম ২০২৫’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। যতদিন না তাঁদের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন তাঁরা এই প্রকল্পের আওতায় ভাতা পাবে।
–
–
–
–
–
–
–
–
–
–
–