কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। রাজ্যের অপ্রচলিত শক্তি দফতরের সচিব বরুণকুমার রায় বলেন, ফল ও সবজি দ্রুত পচনশীল। উপযুক্ত ঠাণ্ডা শৃঙ্খল না থাকায় কৃষকদের অনেক সময় ফসল ফেলে দিতে হয়। সৌর কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা সেই সমস্যা কমাবে এবং কৃষকরা তাঁদের ফসলের ভালো দাম পাবেন।
তিনি আরও জানান, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের সহায়তায় সল্টলেক সেক্টর ফাইভ-এ একটি গ্রিন জোন তৈরির পরিকল্পনা চলছে। সেখানে ছাদের উপর সৌর প্যানেল (Solar Panel) বসানো-সহ সমস্ত পূণর্নবীকরণ যোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে। সেক্টর ফাইভ-এ আরও বেশি ইলেকট্রিক ভেহিকল চালু করাও এই পরিকল্পনার অংশ। চলতি বছরের শেষের দিকেই এই পরিকল্পনা রূপায়িত হবে বলে তিনি জানান।
বরুণ স্বীকার করেন যে পারমাণবিক, সৌর ও হাইব্রিড শক্তির সম্ভাবনা বাড়লেও এখনও দেশ অনেকটাই থার্মাল পাওয়ারের উপর নির্ভরশীল। রাজ্যে ব্যাটারি এনার্জি স্টোরেজ স্থাপনের জন্য কিছু বিদ্যুৎ সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানান তিনি। রাজ্যে অপ্রচলিত শক্তিতে বিনিয়োগ আগামী পাঁচ বছরে ৭০ হাজার কোটি টাকা ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–