Thursday, August 21, 2025

জাপান সংসদের স্পিকারকে বাংলায় আমন্ত্রণ: দুদিনের সফর শেষে জানালেন অভিষেক

Date:

ভারতে সন্ত্রাসবাদ বিরোধী শক্তিকে দমন করতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের শক্তিধর দেশগুলির সমর্থন আদায়ে উদ্যোগী ভারত। মিত্র দেশগুলিতে ভারতের রাজনীতিক ও কূটনীতিকদের প্রতিনিধিদল। জাপানে (Japan) সেই প্রতিনিধিদলের সঙ্গে সফরের মধ্যেই রাজ্যের উন্নয়নে জাপানকে যুক্ত করার একধাপ এগিয়ে রাখলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুদিনের জাপান সফরে সন্ত্রাস বিরোধী আলোচনার পাশাপাশি তৃণমূল সাংসদ রাজ্যে আমন্ত্রণ জানালেন জাপানের সংসদের নিম্নকক্ষের স্পিকার ফুকুশিরো নুকাগাকে (Fukushiro Nukaga)।

দুদিনের জাপান সফর শেষে পূর্ব এশিয়ার একাধিক দেশে যাবে ভারতের প্রতিনিধিদল। দুই দিনের অভিজ্ঞতা নিয়ে সাংসদ অভিষেক লেখেন, জাপানের টোকিওতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের দ্বিতীয় দিনটি ছিল অত্যন্ত ব্যক্তিগত ভাবনা এবং উদ্দেশ্যমূলক কূটনৈতিক ব্যস্ততার প্রতিফলন। দিনটি শুরু করলাম বাংলার দুই অসামান্য সন্তানকে শ্রদ্ধা জানিয়ে, যাঁদের উত্তরাধিকার সীমানা ছাড়িয়ে গিয়েছে – শ্রী রাসবিহারী বসু (Rash Behari Bose), যিনি দূর থেকে ভারতের স্বাধীনতাকে অটল সংকল্পের সঙ্গে এগিয়ে নিয়েছিলেন, এবং বিচারপতি রাধাবিনোদ পাল (Radhabinod Pal), যাঁর নীতিগত অবস্থান বিশ্বব্যাপী ঐকমত্যের প্রতিস্পর্ধী হয়ে দৃঢ়তার প্রমাণ হিসাবে রয়ে গিয়েছে।

ভারত-জাপান সংসদীয় সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে, আমাদের প্রতিনিধিদল জাপান-ইন্ডিয়া পার্লামেন্টরি ফ্রেন্ডশিপ লীগের চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরার সঙ্গে দেখা করেছে। আমরা গণতান্ত্রিক কথাবার্তা এবং প্রাতিষ্ঠানিক মত বিনিময়ের মাধ্যমে সহযোগিতা জোরদার করার বিষয়ে মতামত বিনিময় করেছি। পরে, আমরা হাউস অফ রিপ্রেসেন্টেটিভস অফ জাপান-এর স্পিকার ফুকুশিরো নুকাগার সাথে দেখা করি। গোটা দেশের পক্ষ থেকে কয়েক দশক ধরে জাপানের অবিচল সমর্থনের জন্য ভারতের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ক্রমবর্ধমান বিভক্ত বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি আবারও তুলে ধরি। আমাদের কথোপকথনের সময়, আমি তাঁকে (Fukushiro Nukaga) তাঁর পরবর্তী ভারত সফরে পশ্চিমবঙ্গ সফরের জন্য আমন্ত্রণ জানাই। দিনের শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতা করি, যেখানে সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় এবং সম্মিলিত সংকল্পের উপর জোর দেওয়া হয়েছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version