Monday, August 25, 2025

রেল-মেট্রো নিয়ে মিথ্যাচার বিজেপির! সব উদ্যোগই ছিল রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

রেল এবং মেট্রো রেল নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে বিজেপি। রেল স্টেশনগুলির এলাকাভিত্তিক সৌন্দর্যায়ন নিয়ে বিজেপির মিথ্যাচারের ক্যানেস্তারা পেটানো দেখে বাংলার মানুষ তো বটেই, দেশের বহু মানুষও হাসছেন।

সম্প্রতি রেল স্টেশনগুলির এলাকাভিত্তিক সৌন্দর্যায়ন নিয়ে হইচই বাধানোর চেষ্টা করছে বিজেপি। বিষয়টা এইরকম, যেন বিজেপি আমলেই এসব শুরু হয়েছে। বিজেপি ডাহা মিথ্যাচার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। বাস্তব হচ্ছে এটাই যে, বিজেপি এখন যা যা করার কথা বলছে তা অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে গিয়েছেন। বহু কিছুর বাস্তবায়ন তিনি নিজের হাতে করে গিয়েছেন। ২০০৯ কিংবা ২০১০-১১-র রেল বাজেট অথবা তাঁর ভিশন ২০-২০-র দিকে তাকালেই সেটি স্পষ্ট হয়ে যাবে। দেশের স্টেশনগুলিকে সেই এলাকার ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি কিংবা স্থানীয় বিখ্যাত কিছুর আদলে তৈরি করার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার অন্যতম উদাহরণ হল দক্ষিণেশ্বর রেলের টিকিট কাউন্টার যা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি।

পাশাপাশি মেট্রো স্টেশনগুলি মনীষীদের নামে চিহ্নিত করা, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছিল। আজ মেট্রো রেলের সম্প্রসারণও প্রাক্তন রেলমন্ত্রীর পরিকল্পনার উপর ভিত্তি করে। দিঘার ট্রেন কার চালু করা? উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহ্য তৈরি করে দিয়ে যান, সেই ঐতিহ্য এখন বহন করে চলেছে রেলমন্ত্রক। প্রশ্ন হচ্ছে, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, সেগুলির বাস্তবায়নে এত দেরি হল কেন? তিনি শুরু করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগ একান্তই বিজেপির বলে কেন ডাহা মিথ্যাচার করা হচ্ছে? আসল ঘটনা বাংলার মানুষ জানেন, দেশের মানুষও বোঝেন। তাঁরা এই মিথাচারের জবাব যথাসময়ে দেবেন।

আরও পড়ুন – নয়া কম্পিউটার ল্যাব উদ্বোধন মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version