দেশের সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের ভর্তি আটকে দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়ে সাফল্য পেল হাভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University) ২৪ ঘন্টার মধ্যেই প্রশাসনের জারি করা নির্দেশিকায় স্থগিতাদেশ দিল আদালত। ফলে ভারতীয় তথা বিদেশি পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যে নিশ্চয়তা তৈরি হয়েছিল সেখানে কিছুটা হলেও স্বস্তি মিললো।
বৃহস্পতিবারই ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নির্দেশ জারি করেছিল, হাভার্ড বিশ্ববিদ্যালয় এখন থেকে আর কোনও বিদেশি পড়ুয়াকে ভর্তি নিতে পারবে না। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে বোস্টনের ফেডেরাল জাজের আদালতে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয় ট্রাম্প প্রশাসনের নির্দেশের উপর।
ট্রাম্পের জারি করা নির্দেশিকা যে আদালত ভালোভাবে নেয়নি তা হাভার্ডকে সমর্থনের মধ্যে দিয়েই বোঝা যায়। হাভার্ড (Harvard University) কর্তৃপক্ষ দাবি করেন, এই নির্দেশিকায় তাৎক্ষণিক এবং অপূরণীয় ক্ষতি হবে বিশ্ববিদ্যালয়ের। সেই আবেদনে সমর্থন জানায় আদালত। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, আন্তর্জাতিক পড়ুয়াদের ভর্তি না নিলে হাভার্ড বিশ্ববিদ্যালয় শীর্ষস্তরের মেধাকে হারাবে। তার ফলে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব সংকটে পড়বে।
–
–
–
–
–
–
–
–
–
–
–