ফের দেশে কোভিড সংক্রমণ, বাংলায় মিলল পজেটিভ রোগীদের সন্ধান

Date:

Share post:

ফের দেশে কোভিড ১৯-এর থাবা। নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, বেঙ্গালুরুতে প্রতিদিনই আক্রান্তের খবর মিলছে। এরই মধ্যে এবার কলকাতায় কোভিড আক্রান্তের খোঁজ মিলল। রাজ্যে নতুন করে কোভিড (Covid) আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। একজন মহিলা, এক কিশোর, এক প্রসূতি ও এক নাবালকের সংক্রমণের খবর মিলেছে।

ভারতে কোভিডের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে কলকাতায় কোভিড পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত মহিলা ও কিশোর ডায়মন্ড হারবারের মগরাহাটের বাসিন্দা। ওই দুজনের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিআরডিএল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার তাঁদের রিপোর্টে কোভিড পজেটিভ (Covid Positive) এসেছে।

পাশাপাশি কলকাতাতেও (Kolkata) ২ কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে কাঁকুরগাছির এক বেসরকারি হাসপাতালে ভর্তি এক প্রসূতি। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ১৫ বছরের এক নাবালকও কোভিডে আক্রান্ত। তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তবে ইদানীং যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।

বিশেষজ্ঞদের মতে, পিরোলা ভ্যারিয়েন্টের জন্যই করোনার সংক্রমণ বাড়ছে। উপসর্গগুলির মধ্যে রয়েছে- মাথা ব্যাথা, চোখে যন্ত্রণা, স্বাদ ও ঘ্রাণশক্তি চলে যাওয়া, সর্দি, জ্বর, গলায় ব্যথা, নাক বন্ধ, পেশীতে যন্ত্রণা ও বমি। ইতিমধ্যেই কেরালা, অন্ধ্রপ্রদেশ-সহ বেশি কয়েকটি রাজ্যে কোভিড গাইডলাইন জারি করা হয়েছে।

spot_img

Related articles

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...

ঠাকুর দেখে ফেরার পথে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত ১

নদিয়া থেকে কলকাতায় ঠাকুর দেখার আনন্দ ছিল অপার। পুজোর ভিড় এড়াতে চতুর্থীতে মহানগরীতে প্যান্ডেল প্রতিমা দর্শনে গেছিলেন নদিয়ার...

চতুর্থীর রাতে ঠাকুর আনতে গিয়ে হুগলিতে দুর্ঘটনা, মৃত অন্তত ৩

পুজো শুরু হতে না হতেই বিষাদের ছায়া হুগলিতে (Hooghly)। ঠাকুর আনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত...

পঞ্চমীর সকালে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! শক্তি বাড়ল নিম্নচাপের

পুজোয় ফের দুর্যোগের আশঙ্কা, ওড়িশা-অন্ধ উপকূল দিয়ে শনিবারেই স্থলভাগে প্রবেশ করছে শক্তিশালী নিম্নচাপ। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও...