Wednesday, August 27, 2025

চলতি মরশুমে আইপিএল (IPL 2025) থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সমর্থকদের প্রত্যাশা মতো কোন ম্যাচেই পারফর্ম করতে পারিনি শাহরুখের (Shahrukh Khan) দল। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার আগে কেকেআর ভক্তদের বিশেষ উপহার দিতে চান বেগুনি জার্সির প্লেয়াররা। রাসেল থেকে ভেঙ্কটেশ সকলেই বলছেন SRH-কে হারিয়ে সমর্থকদের শেষ হাসি উপহার দিতে বদ্ধপরিকর গোটা টিম।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেখানে উত্থানপতন লেগেই থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চলতি মরশুমে নিজেদের সেরাটা কখনই মাঠে উজাড় করে দিয়ে উঠতে পারিনি রাহানের (Ajinkya Rahane) দল। তার ফল ভুগতে হয়েছে। গোটা টুর্নামেন্টে না হল একটা ভালো জুটি তৈরি, আর না হল শক্তিশালী বোলিং পারফরমেন্স। সমর্থকদের একাংশ মনে করছে, ফিল সল্ট এবং শ্রেয়াস আইয়ারের চলে যাওয়াটা অনেকটাই ব্যাকফুটে ফুটে রেখেছিল দলটাকে। কারণ এই দুই তারকা বর্তমান সিজনে যে যে দলের হয়ে খেলছেন তারা প্রত্যেকেই প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে। ব্যর্থতার দায় সরাসরি স্বীকার না করলেও টিমের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার বলেন, “অনেক সময় ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে কিছু করার নেই। এবারের আইপিএল থেকে অনেক কিছু শেখার রয়েছে। পরের বছর অনেক শক্তিশালী হয়ে ফিরব। আরও ভালো রেজাল্ট করব। শেষ ম্যাচটা সমর্থকদের জন্য জিততে চাই”। আন্দ্রে রাসেল বলছেন, ‘ভালো বা খারাপ পারফরম্যান্স যাই হোক না কেন কেকেআর ফ্যানেরা সবসময় পাশে থেকেছেন। ওঁদের উদ্দেশ্যে একটা কথাই বলব- আমাদের উপর ভরসা রাখুন। আমরা ফিরবই।’ আগামী ২৫ মে ( রবিবার) এবারের মতো শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version