Wednesday, August 20, 2025

রোহিত-বিরাটহীন ভারতীয় টেস্ট দল ঘোষণা, ইংল্যান্ড সফরে স্কোয়াডে কারা

Date:

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একই পথে হেটেছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরে নতুন টেস্ট অধিনায়ক বেছে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI announces new captain for Indian team)। প্রত্যাশিতভাবেই সাদা জার্সির টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমন গিল ( Shubman Gill)। শনিবার ১৮ জনের দলও ঘোষণা করেছে বিসিসিআই। তালিকায় জায়গা পেলেন কারা?

আইপিএল শেষ হতে না হতেই ব্রিটিশ ভূমিতে লাল বলের ক্রিকেট শুরু হবে। টি-টোয়েন্টির বর্তমান টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্ম করা রাহুল, সুদর্শনরা যে সুযোগ পাবেন তা আগে থেকেই জানা ছিল। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও বটে। ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। তিন নম্বরে খেলবেন অধিনায়ক শুভমন। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটারেরা। ইংল্যান্ডের মাটিতে দ্রুতগতির পিচে পেস আক্রমণ সামলাতে বুমরা, সিরাজ, অর্শদীপদের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপকে রাখা হয়েছে। বল টার্ন করাতে রয়েছেন কুলদীপ।

এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলে কারা সুযোগ পেলেন-

শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।

বিদেশের মাটিতে প্রথমে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্ট খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট আগামী ২০ জুন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। জুলাই মাসের শেষ দিন থেকে পঞ্চম টেস্ট খেলা হবে লন্ডনের ওভালে।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version