Monday, November 10, 2025

রোহিত-বিরাটহীন ভারতীয় টেস্ট দল ঘোষণা, ইংল্যান্ড সফরে স্কোয়াডে কারা

Date:

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। একই পথে হেটেছেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরে নতুন টেস্ট অধিনায়ক বেছে নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI announces new captain for Indian team)। প্রত্যাশিতভাবেই সাদা জার্সির টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমন গিল ( Shubman Gill)। শনিবার ১৮ জনের দলও ঘোষণা করেছে বিসিসিআই। তালিকায় জায়গা পেলেন কারা?

আইপিএল শেষ হতে না হতেই ব্রিটিশ ভূমিতে লাল বলের ক্রিকেট শুরু হবে। টি-টোয়েন্টির বর্তমান টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্ম করা রাহুল, সুদর্শনরা যে সুযোগ পাবেন তা আগে থেকেই জানা ছিল। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও বটে। ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। তিন নম্বরে খেলবেন অধিনায়ক শুভমন। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটারেরা। ইংল্যান্ডের মাটিতে দ্রুতগতির পিচে পেস আক্রমণ সামলাতে বুমরা, সিরাজ, অর্শদীপদের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপকে রাখা হয়েছে। বল টার্ন করাতে রয়েছেন কুলদীপ।

এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলে কারা সুযোগ পেলেন-

শুভমন গিল (ক্যাপ্টেন), ঋষভ পন্থ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।

বিদেশের মাটিতে প্রথমে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্ট খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট আগামী ২০ জুন। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। জুলাই মাসের শেষ দিন থেকে পঞ্চম টেস্ট খেলা হবে লন্ডনের ওভালে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version